শনিবার,৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ


ভারতের বাণিজ্য মেলায় বাংলাদেশি স্টলকে জরিমানা


পূর্বাশা বিডি ২৪.কম :
২৮.১১.২০১৫

Delhi
ডেস্ক রিপোর্ট :

ভারতের আন্তর্জাতিক বাণিজ্য মেলায় অংশ নেওয়া বাংলাদেশ এবং পাকিস্তানের ৯৯টি স্টলকে ৫০ হাজার রুপি করে জরিমানাসহ নোটিশ ইস্যু করেছে দিল্লি রাজ্য সরকার।

স্টল মালিকরা মেলায় অংশ নিতে বাধ্যতামূলক ‘ক্যাজুয়াল নাম্বার’ সংগ্রহ না করায় দিল্লি সরকারের বাণিজ্য ও রাজস্ব বিভাগ তাদের বিরুদ্ধে এ পদক্ষেপ নেয়।

মেলার ব্যবস্থাপনার দায়িত্বে থাকা ভারতের বাণিজ্য উন্নয়ন সংগঠন (আইটিপিও) ওইসব স্টলকে গেট পাশ দিতে এবং তাদের পণ্য স্টল থেকে বাইরে আনতে দিতে বারবার অস্বীকার করে। আইটিপিও জানায়, বাণিজ্য ও কর বিভাগ এ পর্যন্ত বিভিন্ন প্রতিষ্ঠানকে ৫৫ লাখ টাকা জরিমানা করেছে।

তবে মেলায় অংশ নেওয়া ব্যবসায়ীরা বাণিজ্য ও রাজস্ব বিভাগের অভিযোগ অস্বীকার করে বলেছে, অনলাইনে নিবন্ধনের জন্য একটি ‘পিএএন’ কার্ডের দরকার হয়। তারা ভারতের নাগরিক না হওয়ার কারণে তাদের কোনো ‘পিএএন’ কার্ড ছিলো না।

এদিকে বাণিজ্য ও রাজস্ব বিভাগ জানিয়েছে, অংশগ্রহণকারীদের পিএএন কার্ড সংগ্রহ করতে বলার দায়িত্ব আইটিপিও’র।

দিল্লি সরকারের এক জেষ্ঠ্য কর্মকর্তা বলেন, ‘ব্যবসায়ীরা যদি তাদের জরিমানা পরিশোধ না করে তবে আমরা তাদেরকে ‘নন অবজেকশন সার্টিফিকেট’ কার্ড দেব না। এটা পরিশোধের দায়িত্ব বর্তাবে আইটিপিও’র ওপর।’

আইটিপিও’র সভাপতি এর সি গয়াল বলেন, আমরা ব্যবসায়ীদের সব কিছু স্পষ্ট করেছি। তারা সব নিয়ম কানুন জানতো।’

এ ঘটানায় পাকিস্তানের ব্যবসায়ী দলের নেতা এবং দেশটির ব্যবসায়ী ফেডারেশনের সভাপতি ফয়সাল জোসেফ বলেন, ‘গত ২৫ বছরের মধ্যে এ ধরনের ঘটনা এই প্রথম ঘটল। আমরা প্রতি বছর নিয়মানুযায়ী কর পরিশোধ করি। কিন্তু এ বছর আমাদের না জানিয়েই নিয়ম পরিবর্তন করা হয়েছে।’

জরিমানাকৃত ৯৯টি প্রতিষ্ঠানের মধ্যে বাংলাদেশের রয়েছে ২১টি এবং বাকিগুলো পাকিস্তানের।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি