সমকামীদের অধিকার নিয়ে সোচ্চার হলেন ভারতীয় ক্ষমতাসীন দলের অর্থমন্ত্রী অরুণ জেটলি ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদাম্বরাম। সমকামীদের অধিকারের বিষয়ে ভারতীয় দ-বিধির ৩৭৭ ধারার পুনর্বিবেচনা করতে দেশটির শীর্ষ আদালতের কাছে আহ্বান জানিয়েছেন তারা।
টাইমস লিট ফেস্টে কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি বলেন, পৃথিবীতে লাখো ভিন্ন যৌনতার মানুষ রয়েছে। সম্মতিক্রমে সমলিঙ্গ সম্পর্ক নিয়ে দিল্লি হাইকোর্টের রায় প্রশংসাযোগ্য। সমলিঙ্গ সম্পর্কের জন্য কারাবাস কখনই সমর্থনযোগ্য নয়। তাই ৩৭৭ ধারা নিয়ে সুপ্রিমকোর্টের নতুন করে ভাবনা চিন্তা করা উচিত।
কেন্দ্রীয় সরকারের তরফে এই প্রথম কেউ সমকামী সম্পর্কের সমর্থনে মুখ খুললেন। এই প্রথম কেউ সম্মতিক্রমে প্রাপ্তবয়স্ক সমলিঙ্গীয় যৌনতাকে অপরাধ হিসাবে বিবেচনা না করার জন্য সওয়াল করলেন। তবে এটা তাঁর ব্যক্তিগত মত বলে জানিয়েছেন জেটলি।
জেটলির সুরেই সুর মিলিয়েছেন সাবেক অর্থ ও স্বরাষ্ট্রমন্ত্রী কংগ্রেস নেতা পি চিদাম্বরাম। তিনি বলেন, সমকামী যৌনতাকে অপরাধের আওতামুক্ত করার দিল্লি হাইকোর্টের সিদ্ধান্ত ছিল অসাধারণ। সুপ্রিমকোর্টের উচিত সেই সিদ্ধান্তই মেনে নেওয়া।
সমকামীদের উপর পুলিশি নির্যাতন প্রতিরোধ করতে ২০০৯ সালে দিল্লি হাইকোর্ট সম্মতিক্রমে প্রাপ্তবয়স্ক সমলিঙ্গীয় যৌনতাকে অপরাধের আওতামুক্ত করে। এই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় কিছু ধর্মীয় সংগঠন। দিল্লি হাইকোর্ট সমকামী অধিকার রক্ষার যে দরজাটা খুলে দিয়েছিল, শীর্ষ আদালতে এসে ফের তা বন্ধ হয়ে যায়। ২০১৩ সালে সুপ্রিমকোর্টের রায়ে বহাল থাকে ৩৭৭ ধারা। ফলে আইন অনুযায়ী এ দেশে এখনও অপরাধের আওতাতেই রয়ে গেছে সমলিঙ্গীয় যৌনতা।