বুধবার,১৭ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


২০১৫ সালের থেকেও বেশি গরম পড়বে ২০১৬ তে


পূর্বাশা বিডি ২৪.কম :
২৯.১১.২০১৫

Mujta-El-Nino
আন্তর্জাতিক ডেস্ক: গরমের দিক থেকে রেকর্ড গড়েছে ২০১৫। এরপর ২০১৫-র রেকর্ডও নাকি অতিক্রম করে ফেলবে ২০১৬ সালের গরম। এমনটাই বক্তব্য ওয়ার্ল্ড মেটেরোলজিক্যাল অরগানাইজেশনের। জানা গেছে, ‘এল নিনো’র প্রভাবে নাকি বেড়ে যেতে পারে তাপমাত্রা।

প্রশান্ত মহাসাগরের জলস্তরের তাপমাত্রা হঠাৎ বেড়ে যেতে শুরু করেছে। এই ঘটনাকেই ‘এল নিনো’ বলা হয়ে থাকে। এর ফলে শুধুমাত্র গরমই নয় স্বাভাবিক প্রাকৃতিক আবহাওয়ার ওপরেও এটি প্রচুর প্রভাব ফেলে। যেমন এল নিনোর প্রভাবে কোথাও খরা তো কোথাও অতিবর্ষণের সৃষ্টি হবে। এছাড়াও শীত কোথাও খুব বেশি পড়তে পারে আবার কোথাও শীতকালে ঠান্ডার প্রভাব থাকবে অনেক কম।

দিল্লির আবহাওয়া ভবনের আশঙ্কা, এবার শীতেও তাপমাত্রা খুব একটা কমবে না। কারণ এল নিনো এখন শক্তিশালী।
তবে এই এল নিনোকে সাধারণত প্রাকৃতিক দুর্যোগের আখ্যা না দিয়ে মানুষের তৈরি ঘটনা বলেই ব্যাখ্যা দিয়েছেন ডব্লিউএমও-র কর্তারা। কারণ বিভিন্ন দেশে গ্রিন হাউস গ্যাস অনিয়ন্ত্রিতভাবে পরিবেশে এসে মিশে যাওয়ায় বাড়ছে তাপমাত্রা। এর সঙ্গে পাল্লা দিচ্ছে ‘এল নিনো’। এই এল নিনোর জেরেই আরও কষ্টদায়ক হতে চলেছে ২০১৬ সাল।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি