বৃহস্পতিবার,২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ


মৃতকে জীবিত করার প্রযুক্তি!


পূর্বাশা বিডি ২৪.কম :
২৯.১১.২০১৫

brain
ডেস্ক রিপোর্ট :

মৃত ব্যক্তিকে জীবিত করার একটি প্রযুক্তি আবিষ্কার করেছে বলে দাবি করেছে একটি প্রতিষ্ঠান। খবর-ইন্ডিপেনডেন্ট ইউকে।

হুমাই নামক প্রতিষ্ঠানটি জানিয়েছে যে তারা এমন একটি প্রযুক্তি আবিষ্কার করেছে যার মাধ্যমে মানুষের মস্তিষ্ককে হিমায়িত করে ফেলা যাবে ও এর মাধ্যমে তথ্য সংরক্ষন করা যাবে। পরে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে মানুষটিকে ফিরিয়ে আনা যাবে।

প্রতিষ্ঠানটি দাবি করেছে আগামী ৩০ বছরের মাঝে প্রযুক্তিটি তারা সবার কাছে উন্মুক্ত করতে পারবে।

প্রতিষ্ঠানটি মানুষকে প্রকৃতপক্ষে কীভাবে জীবিত করবে সেই ব্যাপারটি এখনও পরিস্কার নয়।

প্রযুক্তিটিতে একজন ব্যক্তির মস্তিস্ক হিমায়িত করে ফেলে মস্তিস্কের স্মৃতি এবং তথ্য একটি রিয়েলিটি চিপে প্রতিস্থাপন করা হবে।

কৌশলটি একবার পর্যাপ্ত উন্নতিতে পৌছে গেলে পরে হিমায়িত মস্তিস্কটি হিমায়ক থেকে বের করে নতুন একটি দেহে প্রতিস্থাপনের মাধ্যমে ব্যক্তিটিকে ফিরিয়ে আনা হবে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি