শুক্রবার,৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ


ইন্টারনেটে আন্তর্জাতিক ডিগ্রি!


পূর্বাশা বিডি ২৪.কম :
০১.১২.২০১৫

 

Internet-Globe-400x250

ডেস্ক রিপোর্ট :

ইন্টারনেটের এই দুনিয়ায় আপনি ঘরে বসেই এখন দেশ-বিদেশের নামি-দামি বিদ্যাপিঠের ডিগ্রি নিতে পারেন। উন্মুক্ত এই ভার্চুয়াল দুনিয়ায় পাবেন আপনার প্রয়োজনের সব।

ম্যাসিভ ওপেন অনলাইন কোর্স বা (গঙঙঈ) অনলাইন দুনিয়ায় এখন বেশ জনপ্রিয়। খুব সহজেই এখন আপনি আপনার পছন্দের কোনো বিষয়ের ওপর কোর্স করে ফেলতে পারেন। নামকরা সব বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আছে কোর্স পরিচালনায়। ভাল করলে মিলবে সার্টিফিকেট। বিভিন্ন বিষয়ের হাজারো কোর্স এখন ভার্চুয়াল জগতে।

২০০৮ সালের গোড়ার দিকে মূলত অনলাইন শিক্ষার এই ধারণাটির উদ্ভব ঘটে। উন্নত দেশের বিখ্যাত সব বিশ্ববিদ্যালয়ের পড়ালেখার ধরণ ও মান সবার কাছে পৌঁছে দেওয়াই এর লক্ষ্য। লেকচার ভিডিও, অনলাইন অ্যাসাইনমেন্ট, অনলাইন টেস্ট এর মাধ্যমে এগিয়ে যাচ্ছে এসব কোর্স।

অনলাইন কোর্স করার সুযোগ দিচ্ছে এমন কিছু ওয়েবসাইটের খোঁজ থাকছে এখানে-(ঈড়ঁৎংবৎধ)

স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞানের শিক্ষক অ্যান্ড্রিউ এনজি ও ডেপান কোলার এই ওয়েবসাইটের মূল উদ্যোক্তা। খুব অল্প সময়েই (গঙঙঈ)-এর জগতে শক্ত অবস্থান তৈরি করে নিয়েছে এই ওয়েবসাইট। পদার্থবিদ্যা, প্রকৌশল, চিকিৎসাশাস্ত্র, সামাজিক বিজ্ঞান, ব্যবসায় উদ্যোগসহ বিভিন্ন বিষয়ে প্রায় এক হাজারেরও বেশি কোর্স করার সুযোগ রয়েছে এই ওয়েবসাইটে। স্নাতক ও স্নাতকোত্তর পড়ুয়াদের উপযোগী করে মূলত সাজানো হয়েছে কোর্সগুলো। আর কোর্স পরিচালনার দায়িত্বে রয়েছেন স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি অব পেনসিলভানিয়া, ইউনিভার্সিটি অব মিশিগানের মতো প্রথম সারির বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকরা।

এখানে বেশির ভাগ কোর্সই শিক্ষার্থীরা বিনা মূল্যে করতে পারবেন, তবে কিছু কোর্স ও সনদের জন্য রয়েছে নির্দিষ্ট ফি, তবে তা একেবারেই সামান্য। বর্তমানে ১৯০টি দেশের প্রায় এক কোটি শিক্ষার্থী  এর সাথে যুক্ত।

ম্যসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনলোজি (এমআইটি) ও হার্ভাড বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে এই ওয়েবসাইটি যাত্রা শুরু করে ২০১২ সালের মাঝামাঝি। বর্তমানে প্রায় ৩০০টি কোর্স চালু রয়েছে এই ওয়েবসাইটের অধীনে, সবই বিনামূল্যে। শুধু এমআইটি কিংবা হার্ভাড নয়, অস্ট্রেলিয়া, জাপান, কানাডা, জার্মানির বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধীনে কোর্স করার সুযোগ রয়েছে এই প্লাটফর্মে। প্রায় ৩০ লাখ শিক্ষার্থী ব্যবহার করছে এই ওয়েবসাইট।

খান অ্যাকাডেমির প্রতিষ্ঠাতা বাংলাদেশি বংশদ্ভূত সালমান খান। অ্যাকাডেমির যাত্রা শুরু মূলত ২০০৪ সালে।

বর্তমানে চার হাজারেও বেশি ভিডিও রয়েছে খান অ্যাকাডেমির ওয়েবসাইটে, আর ভিডিওগুলো দেখা হয়েছে প্রায় ৫০ কোটি বার! গণিত, পদার্থবিদ্যা, রসায়ন, ইতিহাস, অর্থনীতি, জীববিদ্যা, সমাজবিদ্যা, প্রোগ্রামিংসহ বিভিন্ন বিষয়ের ভিডিও লেকচার পাওয়া যাবে এই ওয়েবসাইটে। কোনো বিষয়ের একেবারে প্রাথমিক পর্যায় থেকে উচ্চতর পর্যায় পর্যন্ত শেখার সুযোগ রয়েছে এখানে। সাথে রয়েছে অনলাইন টেস্ট, মুহূর্তেই নিজের অগ্রগতি জেনে নেওয়ার সুযোগ।

এই ওয়েবসাইটে কিন্তু কোনো শিক্ষকের পরিচালনায় কোর্স নেই, বরং এখানে সবাই শিক্ষক সবাই ছাত্র! মূলত যে কেউই তার নিজের পড়াশোনার ক্ষেত্র থেকে কোনো কোর্স তৈরি করে ফেলতে পারেন, আর বাকি সবাই শিখে নিতে পারবেন তাঁর প্রয়োজনমতো, সাথে সেই কোর্সের বিভিন্ন দিকের উন্নতি বা পরিবর্তনও করতে পারবেন। ব্যবহারকারীরা নিজেদের মধ্যে আলোচনা, সমস্যা সমাধান কিংবা নিত্যনতুন সমস্যা তৈরির মাধ্যমেই মূলত এখানে নিজেদের জ্ঞান সমৃদ্ধ করে থাকেন।

এ ছাড়া, এর মতো আরো কিছু ওয়েবসাইটেও রয়েছে বিভিন্ন কোর্স করার সুযোগ! তবে আর দেরী কেন, ভার্চুয়াল এই স্মার্ট জগতেই হোক পড়াশোনা।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি