সোমবার,২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ


বাংলাদেশি শিক্ষার্থীদের ভারতের বৃত্তি


পূর্বাশা বিডি ২৪.কম :
০১.১২.২০১৫

Education1-400x200

ডেস্ক রিপোর্ট :

ভারতে বৃত্তি নিয়ে পড়তে যেতে আগ্রহী কি আপনি? ভারত এবং কমনওয়েলথ বৃত্তি স্কীম তাদের জন্য এই দুয়ার উন্মুক্ত করে দিয়েছে।

বাংলাদেশী শিক্ষার্থী যারা ২০১৬-১৭ শিক্ষাবর্ষের ভারতে স্নাতক, স্নাতকত্তোর এবং পিএইচডি করার জন্য চিকিৎসাশাস্ত্র ছাড়া অন্যান্য কোর্সের খোঁজ করছেন তাদের জন্য ভারত সরকার এই বৃত্তি প্রদানের প্রস্তাব দিয়েছে।

সোমবার ভারতীয় হাই কমিশনের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, প্রার্থীদের ৬০ শতাংশ নাম্বার অথবা জিপিএ ৫ থেকে অন্তত জিপিএ ৩ এবং ইংরেজিতে দক্ষতা থাকতে হবে।

আগামী ১০ ডিসেম্বর, ২০১৫ এর মধ্যে আবেদন জমা দিতে হবে এই ইমেলে ধঃঃবফঁ@যপরফযধশধ.মড়া.রহ.

এবং বিস্তারিত তথ্য ও নির্দেশনাবলীসহ আবেদনপত্র ডাউনলোড করতে হবে এই লিঙ্ক থেকে যঃঃঢ়://িি.িযপরফযধশধ.মড়া.রহ/ঢ়ধমবং.ঢ়যঢ়?রফ=১৬৪৮

আরও বিস্তারিত জানতে হলে হাইকমিশনের শিক্ষা বিভাগের যেতে হবে। ঠিকানাঃ বাড়ি – ২, রোড – ১৪২, গুলশান – ১, ঢাকা -১২১২। ফোন: ৯৮৮৮৭৮৯-৯১ এক্সেটেনশন ১৪২



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি