সোমবার,২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ


কুমিল্লা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা শুক্র ও শনিবার


পূর্বাশা বিডি ২৪.কম :
০৩.১২.২০১৫

image_143654_0

কুমিল্লা বিশ্ববিদ্যালয়:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ২০১৫-১৬ শিক্ষা বর্ষের স্নাতক সম্মান শ্রেণির ভর্তি পরীক্ষা শুক্র ও শনিবার অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে ক্যাম্পাসে উৎসবের আমেজ বিরাজ করছে। ইতিমধ্যে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীরা ক্যাস্পাসে আসতে শুরু করছে। ভর্তি ইচ্ছুকদের স্বাগত জানাতে প্রস্তুতি প্রায় শেষ করেছে বিভিন্ন সংগঠন।

বিশেষ করে আঞ্চলিক সংগঠনগুলো ক্যাম্পাসে ফেস্টুন, ব্যানার লাগানো শেষ করেছে। নিজ এলাকা থেকে আসা ভর্তি ইচ্ছুকদের সকল প্রকার সহায়তা দিতেই তাদের এই আয়োজন।

দেশের প্রায় সব জেলার শিক্ষার্থীই রয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে। প্রতি বছর শিক্ষার্থীরা নিজ নিজ উদ্যোগে জেলার নামে সংগঠন করে ভর্তি ইচ্ছুকদের সহায়তা করে থাকে।

এরই ধারাবাহিকতায় এ বছর ও বিভিন্ন সংগঠন প্রস্তুত রয়েছে। এমনই একটি সংগঠন ‘হবিগঞ্জের বন্ধন’। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অধ্যয়নরত হবিগঞ্জের সকল শিক্ষার্থীদের নিয়ে এ সংগঠন। হবিগঞ্জ জেলা থেকে আগত সকল শিকল শিক্ষার্থীদের সহায়তা করার জন্য সকল প্রস্তুতি শেষ করেছে সংগঠনটি।

সংগঠনের সভাপতি অপু রহমান মনে করেন, অনেক দূর থেকে ক্যাম্পাসে আসা শিক্ষার্থীরা প্রথমেই নিজ জেলার ভাইদের খোঁজে। তাদের সকল ধরনের সহায়তার জন্য আমরা আমাদের সকল ধরণের প্রস্তুতি সম্পন্ন করেছি। এ ছাড়া খাওয়া থাকার ব্যবস্থা ও করেছি। আর এ সব মিলিয়ে ক্যাম্পাসে উৎসবের আমেজ বিরাজ করছে।

এ বছর ছয়টি অনুষদে ১০১০ জন শিক্ষার্থী ভর্তি হওয়ার সুযোগ পাবে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি