সোমবার,২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ


ভঙ্গ করা রাজনৈতিক অঙ্গীকার


পূর্বাশা বিডি ২৪.কম :
০৭.১২.২০১৫

71
এ কে শান্তনু : দেয়ালে পিঠ ঠেকে গেলে মুক্তিকামী নিপীড়িত জনগণ রাজপথে নেমে আসে। সর্বস্তরের দেশপ্রেমিক জনতার সন্মিলিত প্রচেষ্টা ও আত্মত্যাগে হটে যায় স্বৈরাচারী শাসক। শাসন ক্ষমতায় বসেন নিপীড়িত জনগণের নির্বাচিত প্রতিনিধি। একেই বলে গণ-অভ্যুত্থান।
নব্বইয়ের গণ-অভ্যুত্থানের পর আন্দোলনকারী জোট (আওয়ামী লীগ, বিএনপি ও জামায়াত) ১৯৯১ সালের ২৭ ফেব্রুয়ারির নির্বাচন সামনে রেখে দেশবাসীর কাছে যেসব অঙ্গীকার করেছিল, তার অন্যতম ছিল স্বৈরাচারের চিহ্নিত সহযোগীদের দলে না নেওয়া এবং কোনোভাবে প্রশ্রয় না দেওয়া। কিন্তু গত আড়াই দশকে তারা কেউ সেই অঙ্গীকার রক্ষার প্রয়োজন বোধ করেনি। ক্ষমতায় থাকা ও যাওয়ার জন্য দুই বড় দল আওয়ামী লীগ ও বিএনপি স্বৈরাচারের দোসরদের ব্যবহার করেছে। এখনো করছে।
মূলত ছাত্র-তরুণদের হুঁশিয়ারিতেই একানব্বইয়ের নির্বাচনে এরশাদের মন্ত্রিসভার কোনো সদস্য বা জাতীয় পার্টির কেন্দ্রীয় পর্যায়ের কোনো নেতাকে মনোনয়ন দিতে সাহস পায়নি আন্দোলনকারী বড় দুই দল। কিন্তু নির্বাচনে কোনো দল নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় ক্ষমতা নিয়ে যে দর-কষাকষি হয়, তাতে স্বৈরাচারের দল হিসেবে পরিচিত জাতীয় পার্টির কদর বেড়ে যায়। শেষ পর্যন্ত জামায়াতের সমর্থন নিয়ে বিএনপি সরকার গঠন করলে জাতীয় পার্টি বিভিন্ন ইস্যুতে আওয়ামী লীগকে সমর্থন জানাতে থাকে, যা পরবর্তী সময়ে সরকারবিরোধী আন্দোলনে রূপ নেয়।
খালেদা জিয়ার প্রথম শাসনামলে জাতীয় পার্টির স্থানীয় পর্যায়ের নেতারা নিজ নিজ সুবিধা অনুয়ায়ী আওয়ামী লীগ ও বিএনপিতে যোগ দিলেও পাইকারিভাবে এরশাদের দোসরদের দলে টানার মহড়া শুরু হয় ১৯৯৬ সালের ১২ জুনের নির্বাচন সামনে রেখে। এ সময় আওয়ামী লীগ এরশাদের এককালীন উপরাষ্ট্রপতি বিচারপতি নূরুল ইসলাম, কর্নেল (অব.) আবদুল মালেক, সাবেক স্পিকার শামসুল হুদা চৌধুরী, খালেদুর রহমান টিটো, হুমায়ুন রশীদ চৌধুরী প্রমুখকে মনোনয়ন দেয়। ২০০৮ সালে ফজলে রাব্বি মিয়াসহ বেশ কয়েকজন জাতীয় পার্টি ছেড়ে আওয়ামী লীগ থেকে নির্বাচন করেন। ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার গঠন করেছিল এরশাদের মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু ও গৃহপালিত বিরোধী দলের নেতা আসম রবের সহায়তায়। তবে বিএনপিও সে সময়ে এরশাদের সমর্থন পেতে কম চেষ্টা করেনি। ২০০৭-সালের ২২ জানুয়ারি যে নির্বাচন হওয়ার কথা ছিল এর আগেও এরশাদের কাছে ধর্ণা দিয়েছিলেন বিএনপির তখনকার জ্যেষ্ঠ যুগ্মমহাসচিব তারেক রহমান।
অন্যদিকে এরশাদের উপরাষ্ট্রপতি মওদুদ আহমদ ১৯৯৬ সালে একটি উপনির্বাচনের টিকিট নিতে জাতীয় পার্টি ছেড়ে বিএনপিতে যোগ দেন। স্বৈরাচারের দোসরদের মধ্যে আরও যাঁরা বিএনপিতে নাম লিখিয়েছিলেন, তাঁরা হলেন শাহ মোয়াজ্জেম হোসেন, আনোয়ার জাহিদ, সালাউদ্দিন কাদের চৌধুরী, মাহবুবুর রহমান, মাহমুদুল হাসান। এরশাদের দোসরদের মধ্যে বিএনপির সঙ্গে জোটভুক্ত হন কাজী জাফর আহমেদ, এম এ মতিন, নাজিউর রহমান মঞ্জুর প্রমুখ। অন্যদিকে আওয়ামী লীগের সঙ্গে জোটভুক্ত হয়েছেন আনিসুল ইসলাম মাহমুদ, জিয়াউদ্দিন বাবলু এবং খোদ এরশাদ।
রাজনৈতিক দর্শনের দিক দিয়ে বিএনপি ও জাতীয় পার্টি কাছাকাছি হলেও (দুই দলই বাংলাদেশি জাতীয়তাবাদ ও ইসলামি মূল্যবোধে বিশ্বাসী) রাজনৈতিক সমীকরণে এখন বিপরীত মেরুতে। বিএনপি শরিক হিসেবে যেমন জামায়াতের সঙ্গ পছন্দ করে, আওয়ামী লীগও জাতীয় পার্টির সঙ্গে চলতে স্বাচ্ছন্দ্যবোধ করে। অর্থাৎ দুই বড় দলই ‘শত্রুর শত্রু আমার বন্ধু’ তত্ত্বে বিশ্বাসী। এখানে নীতি ও আদর্শের তেমন বালাই নেই।
২৫ বছর আগে ছাত্র-তরুণসহ দেশের গণতন্ত্রকামী সব মানুষ স্বৈরাচারকে ‘না’ বলেছিল রাষ্ট্র ও সমাজের সর্বস্তরে গণতন্ত্র ও প্রগতির ধারা এগিয়ে নিতে। স্বৈরাচারের পতন ঘটাতেই ময়েজউদ্দিন, সেলিম, দেলোয়ার, নুর হোসেন, তাজুল, জেহাদসহ শত শত তরুণ জীবন দিয়েছেন। কিন্তু আমাদের পূর্বাপর রাজনৈতিক নেতৃত্ব শহীদদের দেওয়া এই আমানত সুরক্ষা করতে পারেননি। সৈরাচার ও গণতন্ত্রের বিভাজন রেখাটিও তারা প্রায় মুছে ফেলেছেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি