সোমবার,২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ


‘নারীশিক্ষা বিস্তারে বেগম রোকেয়ার ভূমিকা অপরিসীম’


পূর্বাশা বিডি ২৪.কম :
০৯.১২.২০১৫

 

ডেস্ক রিপোর্টঃ

সমাজতান্ত্রিক মহিলা ফোরামের সভাপতির রওশন আরা রুশো বলেন, নারীশিক্ষা বিস্তারে বেগম রোকেয়ার ভূমিকা অপরিসীম। বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সকাল ১০টায় র‌্যালি শুরু হয়ে জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশে তিনি এ কথা বলেন।

এছাড়াও মহিলা ফোরামের উদ্যোগে বুধবার সকাল ৯টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলের রোকেয়া ভাষ্কর্যে পুষ্পস্তবক অর্পণ ও কোটেশন প্রদর্শনীর আয়োজন করা হয়।

সমাজতান্ত্রিক মহিলা ফোরামের সভাপতি রওশন আরা রুশোর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সংগঠনের উপদেষ্টা ম-লীর সদস্য শামসুন্নাহার জ্যোৎস্না, সাধারণ সম্পাদক প্রকৌশলী শম্পা বসু, ঢাকা নগর শাখার সভাপতি রুখসানা আফরোজ আশা, ঢাবির আহ্বায়ক প্রীতিলতা, মুক্তা বাড়ৈ, ও রুকাইয়া আক্তার লিপি প্রমুখ।

বক্তারা বলেন, বেগম রোকেয়া আজ থেকে ১৩৫ বছর আগে ১৮৮০ সালের ৯ ডিসেম্বর রংপুর জেলার পায়রাবন্দ গ্রামে জš§গ্রহণ করেন। একদিকে অবরোধ প্রথা অন্যদিকে অশিক্ষার অভিশাপ-এমনি এক সামাজিক পরিবেশে বেড়ে ওঠেন তিনি। শিক্ষাগ্রহণে প্রবল আকাক্সক্ষার কারণে এবং কখনও বড় ভাই কখনও স্বামীর সহযোগিতায় পারিবারিক-সামাজিক বাধা উপেক্ষা করতে পেরেছিলেন। ১৮৯৬ সালে ১৬ বছর বয়সে তার বিয়ে হয়। স্বামীর মৃত্যুর পর ১৯০৯ সালে ৫ জন ছাত্রী নিয়ে ভাগলপুরে থাকার ঘরে স্কুল প্রতিষ্ঠা করেন রোকেয়া। কিন্তু সপতœী কন্যা ও জামাতা সম্পত্তির লোভে রোকেয়ার জীবন অতিষ্ঠ করে তোলে। আদর্শবাদী রোকেয়া ব্যক্তিগত বিষয়-সম্পত্তিগত স্বার্থ ভাবনার উর্ধ্বে ছিলেন।

বক্তারা আরও বলেন- ঘর, সম্পত্তি আর নিরাপত্তার মোহ ত্যাগ করে এক শতাব্দী আগে ২৯ বছরের এক বিধবা তরুণী মেয়েদের স্কুল প্রতিষ্ঠার উদ্দেশ্যে পা বাড়ালেন কোলকাতায়। কোথা থেকে পেলেন এই শক্তি ও সাহস!! ভালবেসেছিলেন মানুষকে-অন্তরের অন্তঃস্থল থেকে উৎসারিত হয়েছিল সেই নিঃস্বার্থ ভালবাসার শক্তি। ১৯৩২ সালের ৯ ডিসেম্বর ভোর ৪ টায় ৫২ বছর বয়সে তিনি নিজ স্কুলে মৃত্যুবরণ করেন।

রওশন আরা রুশো বলেন- মানুষের দুঃখ, বিশেষ করে অবহেলিত নারীসমাজের অবর্ণনীয় দুর্গতির বাস্তব চিত্র উপস্থিত করে শেষ, বিদ্রুপ, কৌতুকরস, বৈজ্ঞানিক যুক্তিবাদ, ঐতিহাসিক নজির ও উন্নত জীবনের স্বপ্ন তুলে ধরে, উঁচু স্তরের রুচি ও মূল্যবোধের আবেদন দিয়ে, বিবেকের কষাঘাতে নারীমুক্তির যে আকুতি রোকেয়া তার সাহিত্যকর্ম ও জীবনসংগ্রামের মধ্যে রেখে গেছেন, সেখানে তিনি অনন্য ও বিশিষ্ট।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি