সোমবার,২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ


ছাত্রলীগের সংঘর্ষ, ইবি বন্ধ ঘোষণা


পূর্বাশা বিডি ২৪.কম :
১৯.১২.২০১৫

EB1448979349
ডেস্ক রিপোর্টঃ

ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে একজন গুলিবিদ্ধসহ তিনজন আহত হয়েছেন।

দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় বিকেল পাঁচটার মধ্যে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

শনিবার দুপুর ১টার দিকে ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।

সকালে ছাত্রলীগ সভাপতি সাইফুল ইসলামের সমর্থকরা ক্যাম্পাসের দলীয় স্ট্যান্ডে অবস্থান নেয়; অপরদিকে সহসভাপতি মিজানুর রহমান মিজুর সমর্থকরা বিজ্ঞান ভবনের সামনে অবস্থান নেন।

একপর্যায়ে বৃহস্পতিবারের ওই সংঘর্ষের প্রতিবাদে মিছিল বের করে সভাপতি গ্রুপ। এ সময় মিছিল থেকে গুলি ছোড়া হলে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ বেধে যায়।

এ সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত সাতজন গুলিবিদ্ধ সহ ১১ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের পরিংখ্যান বিভাগের শিক্ষক নিয়োগের বোর্ডকে কেন্দ্র করে ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম ও সহসভাপতি মিজানুর রহমান মিজু গ্রুপের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়।

এতে একজন গুলিবিদ্ধসহ উভয়পক্ষের ১০ জন আহত হন। ঘটনা তদন্তে শুক্রবার তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী ১৫ দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি