সোমবার,২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ


নিম্নমানের কাগজে শিশুদের পাঠ্যবই


পূর্বাশা বিডি ২৪.কম :
২১.১২.২০১৫

book-p
ডেস্ক রিপোর্টঃ

নতুন বছরে প্রথম দিন শিশুদের হাতে তুলে দেয়া হবে নতুন পাঠ্যবই। কিন্তু সেসব বইগুলোর কাগজের মান কেমন হবে তা নিয়ে রয়েছে নানা প্রশ্ন। এক অনুসন্ধানে দেখা যায় পাঠ্যপুস্তকগুলো নিম্ন মানের কাগজে ছাপা হচ্ছে। টেন্ডারের শর্ত ভঙ্গ করে ব্যবহার হচ্ছে নিউজপ্রিন্ট। কাগজের মানের চেয়ে সময়মত শিশুদের হাতে বই পৌঁছে দেয়াকে গুরুত্ব দিচ্ছেন শিক্ষামন্ত্রী ও মুদ্রণকারীরা।

আগামী বছরের শুরুর দিনে হবে নতুন পাঠ্য বইয়ের উৎসব। তাই থানা শিক্ষা অফিস থেকে বই বুঝে নিতে এসেছেন শিক্ষকরা। বই নিয়ে দেশের প্রতিটি উপজেলায় চলছে এমন ব্যস্ততা। কারণ ক’দিন পরেই ৩ কোটি ৯০ লাখ শিশুর হাতে তুলে দেয়া হবে বিনামূল্যের এসব বই। তবে শিক্ষক কিংবা কর্মকর্তার অনেকেই হতাশ এবারের পাঠ্যবই নিয়ে।

এক শিক্ষক বলেন, ‘কাগজটা একটু নিম্নমানের হওয়ার কারণে মনে হচ্ছে ছাপার যে ছবিগুলো সেগুলো একটু ঝাপসা, ঝাপসা চলে আসছে’।

অভিযোগের সত্যতা যাচাইয়ে নতুন কিছু বইয়ের কপি সংগ্রহ করে নিয়ে যাওয়া হয় বুয়েটের রসায়ন বিভাগের ল্যাবে। যাচাই করা হল এনসিটিভির টেন্ডারের শর্ত অনুযায়ী, ৮০ গ্রাম পুরুত্বের উজ্জ্বল সাদা কাগজের একটি নমুনা। আর প্রাথমিকে ছাপানো কাগজের মান।

সাধারণ এই পরীক্ষায় দেখা যায় এবারের বই ছাপানো হয়েছে নিউজপ্রিন্ট কাগজে। অথচ তিন বছর আগেও এর চেয়ে উন্নতমানের কাগজে ছাপানো হয়েছিল পাঠ্যবই। শিশুদের জন্য এই কাগজে ছাপানো বই সহজে ছিড়ে যাবার সম্ভবনা বেশি।

বিনা মূল্যের বইগুলো আগামী ১লা জানুয়ারি শিশুদের হাতে তুলে দেওয়া হবে। এই বই পেয়ে শিশুদের মন আনন্দে নেচে উঠার কথা। কিন্তু সেই আনন্দ অনেকটা মলিন হতে বসেছে কাগজের মান নিয়ে।

বাংলাদেশ মুদ্রণ শিল্প সমিতির চেয়ারম্যান শহীদ সেরনিয়াবাত বলেন, ‘কাগজের যে মানটা হইছে এটা একটু খারাপ হতে পারে’।

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, ‘কোন বই সময়মত কোন জায়গায় পৌঁছাবে না সেটা সন্দেহ করার কোন কারণ নেই। দেরিতে বই ছাপা হওয়ার কারণেই সন্দেহের সৃষ্টি হয়েছে’।

শিক্ষাবিদ অধ্যাপক ড.মোহাম্মদ কায়কোবাদ বলেন, ‘যখন একটা বাচ্চা দেখবে তার বইয়ের কাগজটা অত সুবিধাজনক না তখন তার পড়ার আগ্রহ থাকবে না। সুন্দর কাগজে, সুন্দর ছাপা, সুন্দর দৃশ্যসহ বইটি হলে এটা নিশ্চয়ই তার জন্য আকর্ষণীয় হত’। তবে নীতি নির্ধারকেরা বলছেন শর্ত ভঙ্গ করলে আটকে দেয়া হবে মুদ্রণকারীদের বিল।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি