সোমবার,২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ


স্কুলে দুপুরে খাবার দেয়ায় শিক্ষার্থীর সংখ্যা বাড়ছে


পূর্বাশা বিডি ২৪.কম :
২১.১২.২০১৫

Lunches-400x224
ডেস্ক রিপোর্টঃ

স্কুলে দুপুরে খাবার দেয়ায় শিক্ষার্থীর সংখ্যা বাড়ছেস্কুলে দুপুরে খাবার দেয়ায় শিক্ষার্থীর সংখ্যা বাড়ছেদারিদ্রপীড়িত হরিপুরের চারবিটা প্রাথমিক স্কুলের শিক্ষার্থীদের সংখ্যা দ্বিগুণ হয়েছে। মধ্যাহ্ন ভোজের আয়োজন করার কারণেই এ স্কুলে শিক্ষার্থীর সংখ্যা বেড়েছে। স্কুলের প্রিন্সিপাল ইমরান আলী ও চারজন শিক্ষক শিক্ষা ও পুষ্টির চাহিদা পূরণ করতে এই উদ্যোগ গ্রহণ করেছেন।

এই উদ্যোগের আগে শিক্ষার্থীদের পিতা মাতা সন্তানদের স্কুলে পাঠানোর পরিবর্তে কাজে পাঠাতেন। এটি শুধু হরিপুরের দৃশ্য নয় এটি বাংলাদেশের প্রায় সব অঞ্চলেই দেখা যায়। এই দৃশ্য দেশের চিরাচরিত দৃশ্য। শিশুদের সুস্থ থাকার জন্য পুষ্টি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।

চারবিটা প্রাথমিক স্কুলে মধ্যাহ্ন ভোজের আয়োজনের উদ্যোগের ফলে বাবা মাকে সন্তানের পরবর্তী খাবারের জন্য চিন্তা করতে হচ্ছে না। ফলে নিজের সন্তানকে তারা কাজ করার পরিবর্তে স্কুলে পাঠাচ্ছে। এই স্কুলকে মডেল হিসেবে ধরে সরকার দেশের সর্বত্র এই কর্মসূচি গ্রহণ করলে কাজের যাওয়ার পরিবর্তে শিক্ষার্থী স্কুলগামী হবে।

আমরা কি আমাদের সন্তানকে স্বাস্থ্যবান রাখতে চাই? হ্যা। তাদের কি শিক্ষিত করতে চাই? অবশ্যই। ভারতের স্কুলগুলোতে মধ্যাহ্ন ভোজের আয়োজন বিশ্বের সবচেয়ে বড় আয়োজন। দেশটির সরকার ১২ কোটি শিশুকে স্কুলে দুপুরের খাবার দেয় তাতে সফলতাও বৃদ্ধি পাচ্ছে স্কুলগুলোতে।

বাংলাদেশে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ শিক্ষার্থীদের সুবিধা দেবে। এখানে স্বাস্থ্যবান ও হাইজিন খাবারের সঙ্গে কর্মসংস্থানেরও ব্যবস্থা করা হবে। চারবিটার স্কুলের মতো দেশের বিভিন্ন স্কুলে এই উগ্যোগ গ্রহণ করা জরুরি। তবে এই উদ্যোগ ব্যক্তিগতভাবে নেওয়া কঠিন। সরকারের উচিত এই ধরনের সুবিধা শিক্ষার্থীদের জন্য চালু করা। পুষ্টিকর খাবার গ্রহণ শিশুদের অধিকার।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি