মঙ্গলবার,২১শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » খেলা » ‘টুর্নামেন্ট পর্যায়ে দাবা খেলার জনপ্রিয়তা কমছে’


‘টুর্নামেন্ট পর্যায়ে দাবা খেলার জনপ্রিয়তা কমছে’


পূর্বাশা বিডি ২৪.কম :
২৩.১২.২০১৫

hasse

ডেস্ক রিপোর্ট :

বিশ্বজুড়ে জনপ্রিয় খেলার তালিকায় দাবা অন্যতম। এটা বুদ্ধির খেলা হিসেবেই বেশি পরিচিত। কারণ দাবা বোর্ড দেখতে ছোটখাটো হলে কী হবে, এই খেলা খেলতে যথেষ্ট বুদ্ধি আর কৌশলের প্রয়োজন। গত শতাব্দীতে দাবা খেলায় কম্পিউটারের ব্যবহার একে আরও জনপ্রিয় করে তুললেও বাংলাদেশে দাবা খেলা নিয়ে তেমন জমজমাট টুর্নামেন্ট হচ্ছে না যার ফলে দিন দিন এ খেলার প্রতি তরুণ প্রজন্মের ততটা আগ্রহ দেখা যাচ্ছে না। বুধবার বিবিসি বাংলাকে দেয়া এক সাক্ষাৎকারে উপমহাদেশের প্রথম গ্রান্ডমাস্টার খেতাব পাওয়া বাংলাদেশের নিয়াজ মোর্শেদ এসব কথা বলেন।

কখন থেকে আপনি দাবা খেলা শুরু করেছেন বিবিসি বাংলা এ সম্পর্কে জানতে চাইলে নিয়াজ মোর্শেদ বলেন, ১৯৭২ সালে আমাদের পাড়ায় (ঢাকা ইস্কাটন) দাবা খেলা হত। দাবা খেলার প্রতি আমার আগ্রহ ছিল। আমি ছোট বেলা থেকেই চঞ্চল ছিলাম। সেজন্য মা সব সময় আমাকে নিয়ে দু:চিন্তায় থাকতেন। সেজন্য মা আমাকে দাবা খেলার কথা বলতেন। সেসময় সময় থেকে দাবায় অনেক সময় দিতাম।

১৯৭২ সালে যখন খেলা শুরু করেছেন তখন কী ভেবে ছিলেন পেশাদার দাবারু হবেন বিবিসি বাংলার এ কথার প্রসঙ্গে তিনি বলেন, আমি প্রথম যখন দাবা খেলা শুরু করি তখন মনে হয়নি যে আমি পেশাদার দাবারু হব। কিন্তু খেলার জ্জ বছর পর যখন টুর্নামেন্ট খেলা শুরু করলাম তখন থেকেই পেশাদার দাবারু হওয়ার দিকে লক্ষ্য থাকে। আমি স্বাধীন প্রিয় মানুষ ছিলাম। এমনতিইে পরিবারের কারো কথা শুনতাম না।

গ্রান্ডমাস্টার হওয়ার কিছুদিন পরে আপনি দাবা খেলা থেকে বিরত ছিলেন বিবিসি বাংলা এ কথা বলার সঙ্গে সঙ্গে নিয়াজ মোর্শেদ বলেন, মাস্টার ডিগ্রী না নিয়ে নরমল ডিগ্রী নিলে ভাল হত। তখন খেলা চালিয়ে যেতে পারতাম। আসলে দুই নৌকায় পা দিলে কোনোটাই ভাল হয় না। আমি অর্থনীতি বিষয়ে মাস্টার ডিগ্রী শেষ করেছি।

মাস্টার ডিগ্রী শেষ করে। দেশে ফিরে এসে দাবা খেলার সেই আগের অবস্থান ধরে রাখতে পেরেছিলেন কী বিবিসি বাংলার এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ’৯০ সালে দেশে ফিরে এসে দাবা খেলায় ভাল করেছি। আমেরিকা থাকাবস্থায় ’৮৮-’৯৯ সালেও ভাল দাবা খেলতাম। ’৯৪ সালে আস্তে আস্তে খেলা থেকে সরে গিয়ে রিয়ালস্টেট ব্যবসায় শুরু করি।

আগে বাংলাদেশে প্রত্যেক ঘরে দাবা খেলা দেখা যেত এখন ততটা দেখা যায় না বিবিসি বাংলার এ সম্পর্কে জানতে চাইলে নিয়াজ মোর্শেদ বলেন, এ কথা সঠিক নয়। দাবা খেলা বাংলাদেশে আগে থেকেই জনপ্রিয় খেলা ছিল এখনো জনপ্রিয় রয়েছে। তবে টুর্নামেন্ট পর্যায় দাবার জনপ্রিয়তা কমে গেছে। আমি গ্রান্ডমাস্টার হওয়ার পরেও ৪ জন গ্রান্ডমাস্টার হয়েছে। ’৮০-’৯০ দশকে দাবা খেলার প্রতি মানুষের আগ্রহ ছিল। মিডিয়াতেও দাবা খেলা প্রচার করা হত। কিন্তু যখনি কেউ দাবা খেলায় আর ভাল করতে পারছেন তা তখনি মিডিয়া প্রচার বন্ধ হয়ে যায়। অর্থাৎ দাবা খেলা একটা চলমান গাড়ীর মত।

কিশোরদের মধ্যে এখন দাবা খেলার আগ্রহটা কম বিবিসি বাংলা এ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, এখনকার তরুণটা তো আমার নামেই শোনেনি। অনেকে বই খুলে বাংলাদেশের দাবা সম্পর্কে জানার চেষ্টা করে। দাবা খেলার কোচ হিসেবে আমি কাজ করছি। আমি চাই আমার তত্ত্বাবধায়নে তরুণ প্রজন্ম থেকে কিছু খেলোয়াড় বেরিয়ে আসুক।

নিয়াজ মোর্শেদ বাংলাদেশের প্রথম গ্রান্ডমাস্টার। তিনি ১৯৮৬ সালে গ্রান্ডমাস্টার হন। বাংলাদেশে পরবর্তীতে আরো চারজন গ্রান্ডমাস্টার হয়েছেন। তারা হলেন জিয়াউর রহমান, রিফাত বিন সাত্তার, আবদুল্লাহ আল রাকীব ও এনামুল হোসেন রাজীব।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি