মঙ্গলবার,২১শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » খেলা » টিকে থাকার লড়াইয়ে আজ মালদ্বীপের মুখোমুখি বাংলাদেশ


টিকে থাকার লড়াইয়ে আজ মালদ্বীপের মুখোমুখি বাংলাদেশ


পূর্বাশা বিডি ২৪.কম :
২৬.১২.২০১৫

photo-3-400x250

ক্রীড়া প্রতিবেদক :

আফগানিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের স্কোর লাইন যাই হোক না, আরো একটি বড় ম্যাচ রয়ে গেছে হাতে। আজ শনিবার মালদ্বীপের বিরুদ্ধে লড়াই করতে হবে গ্রুপের দ্বিতীয় ম্যাচে। মালদ্বীপের এটা দ্বিতীয় ম্যাচ। মালদ্বীপ তাদের প্রথম ম্যাচে ৩-১ গোলে ভুটানের বিরুদ্ধে জয় দিয়ে শুরু করে শিরোপা অভিযান। ঢাকায় ২০০৩ সালে অনুষ্ঠিত সাফে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। বাংলাদেশের মতো মালদ্বীপও ২০০৮ সালে নিজেদের মাঠে চ্যাম্পিয়ন হয়েছিল। যদিও ফিফার র‌্যাংকিংয়ে বাংলাদেশ ১৮২ এবং মালদ্বীপ ১৬০তম স্থানে। তারপরও চ্যাম্পিয়ন দুই দলের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হতে পারে ভারতের কেরালায়। বাংলাদেশ এবং মালদ্বীপের লড়াইটি শুরু হবে বিকাল ৪টায়।

সাফে বাংলাদেশ মালদ্বীপ চতুর্থবারের মতো মুখোমুখি হতে যাচ্ছে। আগের তিনবারের লড়াইয়ে প্রথম জয়টি মালদ্বীপের (৩-১) এবং দ্বিতীয় জয় বাংলাদেশের (১-০), শেষ ম্যাচটি (১-১) ড্র হয়েছিল নেপালে, ৯৭ সালের ঘটনা সেটি। ২০১১ সালে দিল্লি সাফে মালদ্বীপ ৩-১ গোলে হারিয়ে ছিল বাংলাদেশকে। সেই হার এখনও তাড়া করে বাংলাদেশকে। কারণ এই ম্যাচ হেরে দিল্লি সাফ চ্যাম্পিয়নশিপের গ্রুপ পর্ব থেকে বিদায় নেয় বাংলাদেশ।

বাংলাদেশ ফুটবল দলের কোচ মারুফুল হক আফগানিস্তান এবং মালদ্বীপকে নিজেদের গ্রুপের গুরুত্বপূর্ণ এবং কঠিন ম্যাচ হিসাবে নোটবুকে লিখেছেন। আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচে বাংলাদেশের স্কোর লাইনটা মালদ্বীপের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে যোগ করতে চান না মারুফুল। খেলোয়াড়দেরও সেই মন্ত্রই কানে ঢেলে দিয়েছেন কোচ।

আজকের ম্যাচে মনোযোগের নির্দেশ। আগেই বলে রেখেছেন হেরে গেলে ভেঙ্গে পড়বে না, জয় পেলেও সব হয়ে গেছে এমনটিও ভাবা যাবে না। সাত দেশের লড়াইয়ে সাফের ১১তম আসরে বাংলাদেশ খেলছে ‘বি’ গ্রুপে। আফগানিস্তান, মালদ্বীপ ছাড়াও চতুর্থ প্রতিপক্ষ ভুটান। এখনই ভুটান নিয়ে ভাবনা নেই বাংলাদেশের কোচের। কারণ গ্রুপের প্রথম দুই প্রতিপক্ষ যেখানে বর্তমান চ্যাম্পিয়ন আফগানিস্তান এবং সেমিফাইনালে খেলা মালদ্বীপ, তাদের নিয়েই সাফে বাংলাদেশের সব পরিকল্পনা। এই দুটি ম্যাচই বলে দেবে ভুটানকে কতখানি প্রয়োজন বাংলাদেশের।

আফগানিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের ম্যাচটা শুরু হওয়ার আগেই কোচ মারুফুল হক কেরালার ত্রিবান্দাম স্টেডিয়ামে হাজির ছিলেন, মালদ্বীপ ভুটান ম্যাচটা দেখার জন্য। মালদ্বীপের শক্তিটা দেখেছেন। কোথায় দুর্বলতা কিংবা কোথায় শক্তিটা বেশি। তা ভালোই পরখ করেছেন। মালদ্বীপের শক্তির চেয়ে মারুফ নিজেদের দুর্বলতা নিয়েও কম ভাবছেন না। আফগানিস্তানের বিরুদ্ধে মামুনুলদের দুর্বল জায়গাগুলো নোটবুকে টুকে নিয়েছেন। সেগুলো নিয়ে যদি আজ একদিনের মধ্যে শুধরানো যায় তাহলে মালদ্বীপের বিরুদ্ধে ভুল হবে না। যে ভুলগুলো হয়েছিল আফগানদের বিরুদ্ধে। এই গ্রুপ থেকে সেমিফাইনালে উঠবে দুই দেশ। বাংলাদেশ, আফগানিস্তান, মালদ্বীপ ফাইনালের মঞ্চে উঠার প্রস্তুতি নিয়ে কেরালায় গেছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি