রবিবার,৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


মাত্র একডিগ্রি তাপ বাড়ায় কি কি হতে পারে


পূর্বাশা বিডি ২৪.কম :
২৩.১২.২০১৫

  warming
ডেস্ক রিপোর্ট :

বিশেষজ্ঞদের মতে আগামী ১০০ বছরে পৃথিবীর তাপ ৬ ডিগ্রি সেলসিয়াস বেড়ে যেতে পারে। ৬ ডিগ্রি সেলসিয়াস তাপ বৃদ্ধি হলেই মারাত্বক সব পরিবর্তন হয়ে যেতে পারে পৃথিবীতে। বিশ্বের তাপমাত্রা ০.৮ ডিগ্রি সেলসিয়াস বেড়ে যাওয়ায় বর্তমান পৃথিবীর দূষন চরম আকার ধারণ করেছে। ইতিমধ্যে অস্ট্রেলিয়া এখন পানির অভাবে ভুগতে শুরু করেছে।

এটা বুঝতে হলে ফিরে যেতে হবে শীতল যুগে। যে সময় পৃথিবীর তাপমাত্রা ৬ ডিগ্রি সেলসিয়াস কম ছিলো সে সময় পুরো পৃথিবী পুরু বরফের আস্তরে ঢেকে গিয়েছিলো। বর্তমান পৃথিবী বরফ যুগের চেয়ে ৬ ডিগ্রি সেলসিয়াস বেশি। এখন পৃথিবীর কিছু অংশ বরফে আচ্ছাদিত রয়েছে। এরপর যদি ৬ ডিগ্রি সেলসিয়াস বাড়ে তাহলে পৃথিবীর কি হবে?।

মাত্র ১ ডিগ্রি তাপ বাড়লেই মাটির পানি শুকিয়ে যাবে। ফলে সেখানে ঘাস বা গাছ মরে গিয়ে মরুভূমিতে পরিনত হবে। তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেলেই মাটির আদ্রতা শুস্ক হয়ে যেতে পারে। বরফ গলে নিম্বাঞ্চল প্লাবিত হতে পারে।

বিজ্ঞানিরা বলছেন ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়লে সবচেয়ে বিরুপ প্রভাব পড়বে আমাদের বায়ুমন্ডলে। বাযুমন্ডলের মধ্যে আছে জ্বলীয়বাষ্প, কার্বন-ডাই অক্সাইড, আক্সিজেন, নাইট্রোজেন, মিথেন ও ওজন।  এই বায়ুমন্ডল ঢালের মতো পৃথিবীকে রক্ষা করছে। এটা থাকার ফলে পৃথিবীতে ঠিক ততটুকু তাপই প্রবেশ করে যতটুকু পৃথিবীর প্রয়োজন। যখনই বায়ুমন্ডলের ভারসাম্য নষ্ট হচ্ছে তখনই প্রয়োজনের চেয়ে বেশি তাপ পৃথিবীতে প্রবেশ করছে। গত ২৫০ বছরে এই প্রক্রিয়া ভযানকভাবে বেড়ে গিয়েছে। এর একমাত্র কারণ জ্বালানীর ব্যাবহার।

কার্বন-ডাই-অক্সাইড মূলত উৎপন্ন হয় জ্বালানী তেল পোড়ানোর ফলে। বর্তমানে আমাদের জীবনযাত্রা পুরোপুরিভাবে এই জ্বালানীর উপর নির্ভরশীল। বাতাসে প্রতি ১০ লক্ষ ভাগের মধ্যে ৪৫০ ভাগ কার্বনডাই অক্সাইড থাকলে তা বিপজ্জনক। কিন্তু বর্তমানে কার্বন-ডাই-অক্সাইডের পরিমান প্রতি ১০ লক্ষ ভাগে ৩৮৩ ভাগ। অর্থাৎ আমরা বিপদের খুব কাছাকাছি।

৬ হাজার বছর আগে পশ্চিম আমেরিকার বেশিভাগ এলাকা ছিলো মরুভূমি। পৃথিবীর গতিপথ সামান্য একটু পরিবর্তনের ফলে এই ঘটনা ঘটেছিলো। পৃথিবীর উপরিভাগ অর্থাৎ মাটির আস্তর পৃথিবীর তুলনায় খুব পাতলা। এর পরে আছে বালি ও পাথর। এটি বের হয়ে এসে পুরো পৃথিবীকেই ধুলিময় করে দিতে পারে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি