রবিবার,৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


ছবিতে ধরা দিল সমুদ্রের এক রহস্য


পূর্বাশা বিডি ২৪.কম :
২৪.১২.২০১৫

pic1-400x239

ডেস্ক রিপোর্ট :

মুখের কথা কেউ বিশ্বাস না করতে পারে, কিন্তু ছবিকে অবিশ্বাস করা বড় শক্ত। ছবিতে যদি উঠে আসে আশ্চর্য বা ভৌতিক কোন দৃশ্য, তখন অবিশ্বাস করার উপায় আর থাকে না। ফলে তৈরি হয় কৌতুহল। স্কটিশ পর্যটক হারভে রবার্টসনের তোলা একটি ছবি এমনই কৌতুহলের জন্ম দিয়েছে।

হারভে পরিবার নিয়ে ঘুরতে গিয়েছিলেন গ্রিসের উপকুলীয় এলাকা পার্গা’য়। নৌকায় করে সমুদ্রের নীল স্বচ্ছ পানিতে ঘুরে বেড়ানোর সময় হারভে কিছু ছবি তুলেছিলেন মোবাইল ফোনের ক্যামেরায়। তার তোলা ছবি থেকে উঠে আসে এক রহস্য।ছবিটি তোলার সময় হারভে নিজেও জানতেন না তিনি কিসের ছবি তুলছেন। ছবিটিতে ধরা পরে দৈত্য আকৃতির এক অজানা প্রাণী।

ইন্টারনেটে ছবিটি প্রকাশের পর মানুষের কৌতূহলের শেষ নেই। কেউবা বলে ভিন্ন জাতের তিমি আবার কেউবা বলে দৈত্য আকৃতির কোন কুমির। তবে নানা জনের নানা মত থাকলেও সমুদ্র জীব বিজ্ঞানীরা এখনও ছবিটি দেখে কোন ধারণা দিতে পারেন নি। তাই প্রকৃতির অজানা আস্তরণ এখনও ঢেকে আছে রহস্যের ধোঁয়াশায়।

বলা হয়, পৃথিবীর চারভাগের তিনভাগ জল আর একভাগ স্থল।আর এই বিশাল জলরাশির জগতে অনেক কিছুই রয়ে গেছে অজানা। প্রকৃতির এই অসীম জগতে অনেকে কিছুই যে মানুষের জানার বাইরে, আবারও প্রমাণ দিলো হারভে রবার্টসনের এই রহস্যময় ছবিটি।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি