সোমবার,২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ


প্রাথমিক স্কুলগুলোতে বই পৌঁছেছে প্রায় ৭৭ শতাংশ


পূর্বাশা বিডি ২৪.কম :
২৬.১২.২০১৫

ডেস্ক রিপোর্ট :

বছর পেরিয়ে নতুন বছর এলেই স্কুল আঙ্গিনায় উচ্ছ্বাসের মাত্রা বেড়ে যায়। এবারও ১ জানুয়ারি বই বিতরণের জন্য নতুন বই পৌঁছে গেছে স্কুলগুলোতে। নতুন বই পাওয়ার অপেক্ষায় আছে শিক্ষার্থীরা।

২০১৬ সালের নতুন বই শিক্ষার্থীদের হাতে পৌঁছে দিতে সব প্রস্তুতি শেষ করেছে রাজশাহী শিক্ষা বিভাগ। প্রাথমিক স্তরের সব বই পৌঁছে গেছে স্কুল গুলোতে। প্রায় ৭৭ শতাংশ বই প্রাথমিক স্কুলগুলোতে পৌঁছেছে। জেলার শিক্ষা কর্মকর্তারা আশা করছেন ১ জানুয়ারির আগেই বাকিটা পৌঁছে যাবে। আর নতুন বই প্রত্যাশী শিক্ষার্থীরাও অপেক্ষা করছেন দিনটির জন্য। নতুন বই বিতরণের উৎসবের জন্য প্রস্তুত শিক্ষকরাও।

শিক্ষা কর্মকর্তারা বলছেন, স্থায়ী নির্বাচনসহ উৎসবমুখর পরিবেশে বইগুলো শিক্ষার্থীদের হাতে তুলে দেয়ার সার্বিক প্রস্তুতি রাজশাহী অঞ্চলের রয়েছে। এখানে প্রশাসন, রাজনীতিবিদ, এলাকার সুধিজন এবং শিশু তথা অভিভাবকদের নিয়ে বিশাল আয়োজনের মধ্য দিয়ে এ উৎসবটি আমরা আয়োজন করব এটাই আমাদের প্রত্যাশা।

জেলার ১০টি উপজেলায় ২ হাজার ৩‘শ ৭৬ টি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে ৪ লক্ষ ২৫ হাজার ৯‘শ ৫১ জন শিক্ষার্থীর মাঝে ৪৬ লাক্ষ ৭৮ হাজার ৬৪৭ টি বই বিতরণ করা হবে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি