সোমবার,২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ


‘লটারির মাধ্যমে ভর্তি প্রক্রিয়া গ্রহনযোগ্য নয়’


পূর্বাশা বিডি ২৪.কম :
২৬.১২.২০১৫

admission-400x221
ডেস্ক রিপোর্ট :

রাজধানীসহ সারাদেশে শুরু হয়েছে ভর্তি প্রক্রিয়া। প্রথম শ্রেনীতে লটারির মাধ্যমে ভর্তি নিয়ে অভিভাবকদের মধ্যে দেখা গেছে মিশ্র প্রতিক্রিয়া। শিক্ষাবিদরা বলছেন, একটি শিশুর শিক্ষাজীবনের শুরুতে লটারি বা পরীক্ষা কোনটিই গ্রহণযোগ্য নয়। তার জন্য তৈরি করতে হবে সমান সুযোগ। এ জন্য প্রতিটি এলাকায় সমমানের প্রতিষ্ঠান গড়ে তোলার পাশাপাশি সরকারি স্কুলগুলোর মান বাড়ানোর তাগিদ তাদের।

এক সময়ে পরীক্ষার মাধ্যমে প্রথম শ্রেণীতে ভর্তি করানো হলেও এখন তা হচ্ছে লটারির মাধ্যমে। কিন্তু এ পদ্ধতি কতটা শিক্ষা বান্ধব। শিক্ষাবিদ সৈয়দ মনজুরুল ইসলাম বলেন, ‘প্রথম শ্রেণীতে লটারি বা পরীক্ষা দিয়ে ভর্তি হওয়ার যে নিয়ম আছে তা কোনোটিই গ্রহণযোগ্য নয়। কারণ একজন শিক্ষার্থী জীবনের প্রথম যে শ্রেণীতে প্রবেশ করবে তখন সে আনন্দের সাথে প্রবেশ করবে।’

আর লটারি পদ্ধতি নিয়ে অভিভাবকদেরও রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। আর স্কুল প্রধানরা বলছেন, সরকারের নির্দেশনা পালন করছেন তারা। শুধু কি প্রথম শ্রেণী, নতুন বছর এলেই অভিভাবকদের কপালে চিন্তার ভাজ পরে সন্তানের একটি ভাল স্কুলে ভর্তি নিয়ে। হাতেগোনা কিছু বেসরকারি প্রতিষ্ঠানে ভর্তির জন্য প্রতিযোগিতার দৌড়ে কেউ হেরে যান কেউ হয়তো পূরণ করতে পারেন নিজের স্বপ্ন।

শিক্ষাবিদরা বলছেন, প্রতিটি এলাকায় গড়ে তুলতে হবে সমমানের শিক্ষা প্রতিষ্ঠান। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, সরকারি স্কুলগুলোর মান বাড়ানোর পাশাপাশি সমমানের স্কুল প্রতিষ্ঠায় মন্ত্রণালয় কাজ করছে ।

চলতি মাসের ৩০ তারিখের মধ্যে শেষ হবে রাজধানীর স্কুলগুলোর ভর্তি যুদ্ধ। আর নতুন বই হাতে পাওয়ার পর বছরের প্রথম মাস থেকেই শুরুহবে নতুন বছরের পড়াশোনা।-সময়টিভি থেকে নেয়া।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি