রবিবার,৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


অনলাইনে সময়কে কাজে লাগানোর ৩ অ্যাপ্লিকেশন


পূর্বাশা বিডি ২৪.কম :
২৭.১২.২০১৫

Girl-using-laptop-400x240
ডেস্ক রিপোর্ট :

ঘণ্টা মূল্যবান সময় নষ্ট হয়ে যাওয়ায় কাজের বেশ ক্ষতি হয়। এ ছাড়া পিসিতে সোশ্যাল মিডিয়া খুলে বসলে চোখের পলকেই সময় চলে যায়। তাই পিসিতে এমন অ্যাপ্লিকেশন যদি সময় বাঁচিয়ে দেওয়ার কাজটা করে দিতে পারত, সেটা অনেকের জন্যই খুব কাজের হতো। খবরটি দেশি-অফার থেকে নেয়া।

টাইম ট্র্যাকার

টাইম ট্র্যাকার হলো ফ্রি গুগল ক্রোম অ্যাপ্লিকেশন। এই অ্যাপের মাধ্যমে কোন কোন সাইটে কত সময় নষ্ট করা হয়েছে সেই ট্র্যাক রাখা যাবে। সাইটের

ইউআরএল লিংক ক্লিক করেই দেখা যাবে কত সময় কাটানো হয়েছে সেই সাইটে।ttps://chrome.google.com/webstore/detail/trackingtime-time-tracke/knailkjkjcfegledhjhcfacdngnicimb?hl

ফোকাসড

সময়কে ধরে কাজ করার জন্য স্টে ফোকাসড নামেও একটি গুগল ক্রোম অ্যাপ্লিকেশন আছে। এতে কোনো সাইট ব্যবহার করার জন্য নির্দিষ্ট সময় ঠিক করে রাখা যায়। সময় যদি পার হয়ে যায় তাহলে সেদিনের জন্য আর ওই

সাইটে প্রবেশ করা যাবে না। https://chrome.google.com/webstore/detail/stayfocusd/laankejkbhbdhmipfmgcngdelahlfoji?hl

ফ্রিডম

ফ্রিডম এমন একটি ক্রোম অ্যাপ যাতে নির্দিষ্ট কোনো ডেডলাইন দিয়ে রাখা টাস্ক শেষ না হলে ইন্টারনেট কানেকশন অটো বন্ধ হয়ে যায়। যদি সেটিংস চেঞ্জ করতে হয় তাহলে কম্পিউটার রিবুট করতে হয়।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি