মঙ্গলবার,২১শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ


গুলিতে প্রাণ হারালেন ফুটবলার


পূর্বাশা বিডি ২৪.কম :
২৮.১২.২০১৫

8979745-400x270

স্পোর্টস ডেস্ক :

অজ্ঞাত বন্দুকধারীর গুলিতে নিহত হয়েছেন এল সালভাদর জাতীয় দলের সাবেক ফুটবলার আলফ্রেডো পাচেকো। স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বিবিসি।

সালভাদরের সান্তা আনা শহরের একটি পেট্রোল পাম্পে পাচেকোসহ তার কয়েকজন বন্ধু গল্প করছিলেন। এমন সময়েই তাদের ওপর এলোপাতাড়ি গুলি ছোড়ে অজ্ঞাত এক বন্দুকধারী।

আর এই হামলায় নিহত হন ৩৩ বছর বয়সী পাচেকো। হামলায় তার আরও দুই বন্ধু আহত হয়েছেন। তবে ঠিক কী কারণে এই হামলা চালানো হয়েছে, তা জানা যায়নি। ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

মধ্য আমেরিকার দেশ সালভাদরের রক্ষণভাগের খেলোয়াড় পাচেকো দেশটির ইতিহাসে সবচেয়ে বেশি আন্তর্জাতিক ম্যাচ (৮৬) খেলেছেন। ক্লাব ফুটবলে মেজর লিগ সকারের ক্লাব নিউ ইয়র্ক বুলসের হয়েও খেলেছেন। তবে ২০১৩ সালে ম্যাচ পাতানোর দায়ে ফুটবল থেকে আজীবন নিষিদ্ধ হয়েছিলেন তিনি।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি