মঙ্গলবার,২১শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ


‘টাইমস অব ইন্ডিয়া’র সেরা তালিকায় এবার সাব্বির


পূর্বাশা বিডি ২৪.কম :
২৬.১২.২০১৫

shabbir_253916-400x224
স্পোর্টস ডেস্ক :

বছরজুড়ে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে আগেই নজর কেড়েছেন মুস্তাফিজুর রহমান ও রুবেল হোসেন। এতে ভারতের সবচেয়ে বেশি প্রচারিত পত্রিকা ‘টাইমস অব ইন্ডিয়া’র বর্ষসেরা একাদশে বোলার হিসেবে জায়গা করে নেন বাংলাদেশের এই দুই পেসার। এবার একই পত্রিকার দৃষ্টিতে পড়লেন বাংলাদেশের মারকুটে ব্যাটসম্যান সাব্বির রহমান।

‘টাইমস অব ইন্ডিয়া’ ২০১৫ সালের সেরা পাঁচ টি-টোয়েন্টি ইনিংস প্রকাশ করেছে। তাতে তৃতীয় স্থানে জায়গা করে নিয়েছেন এই হার্ডহিটার। এ বছরের শুরুতে পাকিস্তানকে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ হোয়াইটওয়াশ করে বাংলাদেশ। এরপর একমাত্র টি-টোয়েন্টিতে টাইগাররা জেতে ৭ উইকেটের বিশাল ব্যবধানে ২২ বল হারে রেখে।

পাকিস্তানের ছুড়ে দেয়া ১৪২ রানের টার্গেটে শুরুতে বিপদে পড়েছিল বাংলাদেশ। ৩৮ রান তুলতেই ৩ উইকেট হারিয়ে ফেলে স্বাগতিকরা। কিন্তু সেদিন মিরপুরে আর উইকেট পড়তে দেননি সাব্বির ও সাকিব আল হাসান। চতুর্থ উইকেটে ১০.৪ ওভারে ১০৫ রানে অবিচ্ছিন্ন থেকে দলের জয় তুলে নিয়ে মাঠ ছাড়েন তারা। ওই ম্যাচে সাকিব ৫৭ রান করেলও ১ ছক্কা ও ৭ চারে ৩২ বলে অপরাজিত ৫১ রানে ইনিংস খেলে ম্যাচসেরা খেলোয়াড় নির্বাচিত হন সাব্বির। টি-টোয়েন্টি ক্যারিয়ারে তার ওই একমাত্র ফিফটিই ‘টাইমস অব ইন্ডিয়া’র দৃষ্টিতে ২০১৫ সালের তৃতীয় সেরা ইনিংস। তালিকরা শীর্ষে কেপটাউনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ক্রিস গেইলের ৩১ বলে ৭৭ রানের ইনিংসটি। আর দক্ষিণ আফ্রিকার মর্নে ভ্যান উইকের ৭০ বলে ১১৪ রানের ইনিংসটি দ্বিতীয় স্থানে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি