মঙ্গলবার,২১শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ


বাংলাদেশে বিনিয়োগে নিষেধ করলেন ব্রিটিশ এমপি


পূর্বাশা বিডি ২৪.কম :
২৮.১২.২০১৫

UK-MP-400x300

ডেস্ক রিপোর্ট :

বাংলাদেশে অর্থ ব্যয় না করে তা দেশের জন্য ব্যয় করতে ব্রিটিশ সরকারের কাছে দাবি জানিয়েছে দেশটির লেবার পার্টির সংসদ সদস্য সিমন ড্যান্সজুক।

সম্প্রতি প্রাকৃতিক দুর্যোগ তার নির্বাচনী এলাকা রোচডেলে আঘাত হানে। এতে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। বেশ কয়েকদফা বৃষ্টিতে ব্রিটেনে বন্যায় উদ্ধার তৎপরতায় সেনাবাহিনী পর্যন্ত মোতায়েন করা হয়।

এ দুর্যোগের পর এ প্রসঙ্গে তিনি বিবিসি রেডিও ম্যানচেস্টারকে বলেন, যখন গ্রেট ব্রিটেনে অর্থ ব্যয় করা প্রয়োজন তখন কেন আমরা বাংলাদেশে অর্থ ব্যয় করবো? এখানে যে ঘটনা ঘটেছে তার সমাধান আগে প্রয়োজন।

তিনি বলেন, উন্নয়নশীল দেশে আর নজরদারি নয়। আমাদের আগে অগ্রাধিকার দিতে হবে। বাংলাদেশে অর্থ ব্যয় করার চেয়ে তা বন্যা পরিস্থিতির উন্নয়নে ব্যয় করার দাবি জানান সিমন।- দ্যা প্রেস অ্যান্ড জার্নাল।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি