সোমবার,৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


হালকা হালকা শীতপোশাক!


পূর্বাশা বিডি ২৪.কম :
২৯.১২.২০১৫

d1e9694045883dd356b7e17d5af1c553-4 f3f7c9380ae117627ff0e2fdef02e4dd-24
ডেস্ক রিপোর্ট :

হিম হিম ঠান্ডার এমন দিনে গরম পোশাক তো পরতেই হয়। তবে শীত তাড়ানোর ভারী পোশাকে ফ্যাশনটা ঠিক হয়ে ওঠে না বলে যাঁদের অভিযোগ, তাঁদের জন্য সুখবর হলো—উল আর চামড়ার পাশাপাশি হালকা উপাদানে তৈরি পোশাকও পাওয়া যাচ্ছে। সাটিন, ভেলভেট, জিনস বিশেষ করে ডেনিমের ব্যবহারে হালকা নকশার শীতপোশাক এখন তৈরি হচ্ছে দেশেই। আলাদা করে নয়, বরং মূল পোশাকেই ব্যবহার করা হচ্ছে এমন উপাদান, যা শীতের জন্য আরামদায়ক, আবার ফ্যাশনের সঙ্গেও বেশ যায়।
সাধারণত যুক্তরাষ্ট্রের লাস ভেগাস এবং ফ্রান্সের প্যারিসের ফ্যাশন শোগুলোতে যে পোশাক দেখানো হয়, তারই একটা ছোঁয়া থাকে আমাদের শীতপোশাকে—জানালেন ফ্যাশন হাউস লা রিভের পরিচালক ডিজাইনার মুন্নুজান নার্গিস। তিনি বললেন, গত বছরের মতো ব্লেজার, ফিটেড সোয়েটার, টপ, পঞ্চো এবারও চলছে বেশি। ফ্যাশনের ধারার বদল না হলেও কাটছাঁটে এসেছে ভিন্নতা। পাশ্চাত্যের সঙ্গে যুক্ত হচ্ছে প্রাচ্যের ফিউশন। যেমন রূপকথার রাজকীয় পোশাকের একটা প্রভাব থাকছে লা রিভের পোশাকে।
বাজার ঘুরে দেখা গেল ঢোলা ও চাপা (বডি ফিটেড) দুই রকমের ছাঁটই রয়েছে এবারের শীতপোশাকে। সোয়েটার বা টপের ওপরের দিকটা একটু চাপা হলে কোমর আর হাতাটা থাকছে ঢিলেঢালা। আবার উল্টোটাও দেখা যাচ্ছে। সোয়েটার, গেঞ্জি বা টপ—কোনোটার ঝুল ছাড়িয়েছে পা পর্যন্ত, আবার কোনোটা কোমর অব্দি। পোশাকে প্রাধান্য পাচ্ছে ফুলেল নকশা। পার্টি লুক আনতে চামড়া আর উলের সঙ্গে হাত আর গলায় জুড়ে দেওয়া হচ্ছে নানা রঙের লেস।
বসুন্ধরা সিটির বিভিন্ন দোকানের বিক্রয় কর্মীরা জানালেন, উপাদান হিসেবে তরুণীদের কাছে এখন উল আর লেদারটাই বেশি পছন্দ। পাশাপাশি একটু মোটা কাপড়ের ফুলহাতা টি-শার্ট, ভেলভেট এবং ডেনিমের পোশাকগুলো বেশ চলছে।
ফ্যাশনের জন্য মডেল ও কোরিওগ্রাফার আজরা মাহমুদের কাছে শীতটাই বেশি পছন্দের। ‘প্রতি শীতেই একটা নিজস্ব স্টাইল বের করি৷ এবার যেমন লেগিংসের সঙ্গে হাঁটু পর্যন্ত লম্বা গলাবন্ধ গেঞ্জি বা টপ পরব। তার ওপর থাকবে হাতাকাটা সোয়েটার। পুরো শীতজুড়ে গলায় জড়াব নানা ঢঙের মাফলার।’
শীতের সময় আজরার মতো অনেক তরুণীরই পছন্দ একটার ওপর আরেকটা পোশাক পরার ফ্যাশন। পাশাপাশি ব্লেজার, সোয়েটার, গেঞ্জি আর টপের সঙ্গে ফিটেড প্যান্ট বা লেগিংস পরার চলটাও এখন বেশ জনপ্রিয়।
কলকাতার মডেল রোজা দে বাংলাদেশে বেড়াতে এসে নকশার এই আয়োজনে মডেল হয়েছেন। রোজা দের আদি বাড়ি বাংলাদেশের বিক্রমপুরে৷ মামার বাড়ি নেত্রকোনা৷ জানালেন, শীতে ক্যাজুয়াল পোশাক হিসেবে তাঁর পছন্দ একটু ঢিলেঢালা সোয়েটার৷ ডেনিমের জ্যাকেটও পরে থাকেন৷ শীতের পার্টি লুকে কালো পোশাকের ওপর পরে নেন ছাইরঙা বডি ফিটেড সোয়েটার৷
এবার থাকবে নানা ধরনের স্কার্ট। হাঁটু অব্দি ফ্লেয়ার স্কার্টের সঙ্গে সুতি টপ, চাপা স্কার্টের সঙ্গে স্মার্ট টপ বা হাঁটু পর্যন্ত স্কার্ট ড্রেস—তিন ধরনের পোশাকই থাকবে এ বছরের ফ্যাশনে—এমনটাই জানালেন একস্ট্যাসির ডিজাইনার হেড তানজীম হক। টপ, গেঞ্জি, সোয়েটারের হাত আর ঘেরে জ্যামিতিক নকশা দিয়ে আনা হচ্ছে ভিন্নতা। বন্ধ ও গোল গলার পাশাপাশি থাকছে হাই নেক। রঙেও থাকছে নতুনত্ব। লাল, কালো, সবুজের মতো মূল রংগুলোর পাশাপাশি থাকছে নানা ধরনের শেড। শ্যাওলা রং, পাউডার ব্লু, ট্যানজি অরেঞ্জ, রোজ পিঙ্ক, মিন্ট গ্রিন, অ্যাকোয়া ব্লু বেশি থাকছে পোশাকের রঙে৷ কাপড়ে আরবান কোয়ার্ক প্রিন্ট চলবে পুরো শীতজুড়ে।
এ ছাড়া এক রঙের পোশাকে থাকছে উলের ফুল,এমব্রয়ডারি আর প্রিন্টের নকশা। প্যান্টের ক্ষেত্রে স্কিনি বটম প্যান্টের মধ্যে সরু আকৃতিটাই বেশি জনপ্রিয়। পাশাপাশি স্কিনি বেলবটমের মতো ছাঁটও আছে। এ ধরনের বটমগুলো হাঁটুর ওপরের অংশ একদম আঁটসাঁট। কাপড়ে চলছে নিট, গ্যাবার্ডিন ও উইভেন। এদিকে শীতের সাজটাকে আরও জমকালো করে তুলতে আলাদা গয়না বা মেকআপ নয়, শুধু পোশাকটাকেই ফোকাস করার পরামর্শ দিলেন প্রাইড গ্রুপের ম্যানেজার অব মার্কেটিং কমিউনিকেশন সুম্বল মোমেন। পোশাকের লেয়ারিং বা প্রিন্টে থাকতে হবে উজ্জ্বল সব রং। পাশাপাশি উলে বোনা একটা গোলাকার মাফলার গলায় জড়ালেই ফুটে উঠবে স্টাইলিশ ভাব।
কোথায় পাবেন
ওটু, একস্ট্যাসি, আরবান ট্রুথ, লা রিভ, স্মার্টেক্সসহ বসুন্ধরা সিটির আরও অনেক দোকানেই দেখা মিলবে শীতের এসব হালকা পোশাকের। লেদারের ব্লেজারের দাম কিছুটা বেশি। তবে ১৫০০ থেকে ৩০০০ টাকার মধ্যে পেয়ে যাবেন নানা ঢঙের টপস, স্কার্ট, শার্ট আর সোয়েটার।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি