শনিবার,৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ


নতুন বছরে ব্যাংক পরিদর্শনে বাড়বে প্রযুিক্ত ও দক্ষতানির্ভরতা


পূর্বাশা বিডি ২৪.কম :
৩০.১২.২০১৫

ডেস্ক রিপোর্ট :

ব্যাংকিং পরিদর্শনে আমূল পরিদর্শন আনছে বাংলাদেশ ব্যাংক। সাম্প্রতিক সময়ে ব্যাংক পরিদর্শনে যে সব ইতিবাচক কার্যক্রম গ্রহণ করা হয়েছে নতুন বছরে তা পুরোপুরি অনুসরণ করা হবে। আর্থিক খাতের স্থিতিশীলতা, গ্রাহকদের স্বার্থ সংরক্ষণ ও বিনিয়োগকে ত্মরান্তিত করতে বাংলাদেশ ব্যাংক এ পথ অনুসরণ করছে।

বাংলাদেশ ব্যাংকের সুত্র জানায়, হলমার্ক কেলেঙ্কারি, বিসমিল্লাহ গ্রুপের ঋণ প্রতারণসহ বেশ কিছু অনিয়মের ফলে ব্যাংকিং খাত নিয়ে সমালোচনা হয়। প্রশ্ন উঠেছিল ব্যাংকিং খাতের পর্যবেক্ষন নিয়ে। এরপর থেকে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে অনিয়মের ফাক-ফোকরগুলো চিহ্নিত করে করে । তারপর গ্রহণ করে সমন্বিত উদ্যোগ ও কৌশল। এ জন্য শতভাগ পুরোপুরি তথ্য প্রযুক্তির সহযোগিতা নেয়া হচ্ছে। তথ্য প্রযুক্তির মাধ্যমে সংরক্ষিত রেকর্ডসহ যাবতীয় বহি ও দলিলাদি পরীক্ষা এবং পর্যবেক্ষনের করা হচ্ছে।

এ ব্যাপারে বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক অশোক কুমার দে জানান, বর্তমান গর্ভনরের বিশেষ মনোযোগর কারনে পরিদর্শনে গুরুত্বপূর্ণ তিনটি সংযুক্তি পরিদর্শন ব্যবস্থাকে পুরোপুরি বদলে দিয়েছে। তাহলো, পরিদর্শনে  এ্যাপ্লিকেশন সফটওয়্যার ও অনলাইন ব্যাংকিং সিসটেমের যোগ; পরিদর্শকদের প্রয়োজনীয় প্রশিক্ষনের মাধ্যমে দক্ষ করে গড়ে তোলা এবং গ্রাহকদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে অভিযোগ জানানোর জন্য বাংলাদেশ ব্যাংকের প্রবেশাধিকার সৃষ্টি করা।

জানা গেছে, বাণিজ্যিক ব্যাংকগুলোর মুলধন কাঠামো, সম্পদের গুণগত মান, ব্যবস্থাপনার দক্ষতা, উপার্জন সক্ষমতা ও আইনের অনুসরণ, তারল্য অবস্থা এবং ঝুকির প্রতি স্পর্শকাতর দিকগুলো বিবেচনা করে পর্যালোচনা করা হচ্ছে। এ ক্ষেত্রে দুুর্বল দিকগুলো চিহ্নিত করে  প্রয়োজন মত সংশোধন করে যুগোপযোগি করা হয়েছে। এতে কোন বাণিজ্যিক ব্যাংকের অনিয়ম ও দুর্বল দিক সহজে নজরে আসছে। ফলে দোষী ব্যাংকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া  সম্ভব হচ্ছে। আগামী বছর এ কার্যক্রম আরো সমন্বিত ও জোরালো করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তারা।

বাংলাদেশ ব্যাংকের গর্ভনর সচিবালয়ের সুত্র জানায়, সাম্প্রতিক সময়ে বাণিজ্যিক ব্যাংকগুলোতে খেলাপি ঋণ গোপন করা, পরিচালকদের নিজেদের লোকদের মাঝে বেনামী ঋণ সৃষ্টি করা, অনিয়মের মাধ্যমে ঋণ অবলোপন করাসহ নানা রকম নতুন ধরনের অনিয়ম চোখে পড়ে। যা বাণিজ্যিক ব্যাংকগুলোর, বিশেষ করে বেসরকারি ব্যাংকগুলোর পরিচালকদের যোগসাজসে এটা করা হচ্ছে। বাংলাদেশ ব্যাংকের প্রশিক্ষিত পরদির্শকরা ইতোমধ্যে এ সব বিষয় নজের এনছে। তার বিরুদ্ধে ব্যবস্থাও নেয়া হয়েছে। ২০১৬ সালে নতুন বছরে এ সব অনিয়মের বিরুদ্ধে বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন বিভাগের সঙ্গে সমন্বিত ভাবে কাজ করবে।

নতুন বছরে কৃষি ও এসএমই খাতের সঠিক ব্যবহার হচ্ছে কি না-তা নিবিড় পর্যবেক্ষনে করবে বাংলাদেশ ব্যাংক। কৃষিতে অর্থ সরবারহ করার লক্ষ্যে কৃষিঋণ বিতরণ করা ও কর্মসংস্থানমূলক শ্রমঘন শিল্প ও নতুন ব্যবসা সৃষ্টির জন্য এসএমই খাতকে বর্তমান গর্ভনর ড. আতিউর রহমান সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আসছে। এ জন্য কৃষি ও এসএমই খাতে বিপুল পরিমান অর্থ সরবারহ করছে। এ মুহুর্তে প্রধান কাজ হয়ে গেছে এ অর্থায়ন সঠিক জায়গা সঠিক সময়ে হচ্ছে কি না-তা পর্যবেক্ষন করা। বাংলাদেশ ব্যাংকের গর্ভনর সচিবালয় থেকে জানানো হয়, নতুন বছরে এ সব কাজ আরো গতিশীল ও কঠোর নজরদারিতে আনা হবে।

এ ব্যাপারে বাংলাদেশ ব্যাংকের গর্ভনর ড. আতিউর রহমান বলেন, দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণতা, গ্রামীন জনপদে অর্থ সরবারহ এবং কর্মসংস্থান সৃষ্টি করতে যা যা করনীয় সব কিছু করেছি। আগামীতে এ সব কার্যক্রম আরো জোরদার ও নিবিড় পর্যবেক্ষনে আনা হবে।

বাণিজ্যিক ব্যাংকগুলোর তদারকির ব্যাপারে আতিউর রহমান বলেন, ব্যাংকিং খাত যে কোন সময়ের চেয়ে নিয়ন্ত্রিত ও সুরিক্ষত। ব্যাংকিং খাতে মানুষের শতভাগ আস্থা ও বিশ্বাস রাখা এবং স্থিতিশীল রাখার জন্য প্রয়োজনীয় সকল ব্যবস্থা নেয়া হয়েছে। আগামীতে আরো জোদার করা হবে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি