সোমবার,২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ


চট্টগ্রামে জেএসসিতে পাশের হার ৮৫.৪৮ শতাংশ


পূর্বাশা বিডি ২৪.কম :
৩১.১২.২০১৫

12372613-400x235

ডেস্ক রিপোর্ট :

চট্টগ্রাম জুনিয়র স্কুল/দাখিল সার্টিফিকেট (জেএসসি-জেডিসি) পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষাবোর্ডে এবছর পাশের হার ৮৫.৪৮ শতাংশ। পরীক্ষায় পাশ করেছে ১ লক্ষ ৪৩ হাজার ৯৩৯জন শিক্ষার্থী। এর মধ্যে জিপিএ ৫ পেয়েছে ১২ হাজার ২৬৮জন। আজ বৃহস্পতিবার সকাল ১১টায় চট্টগ্রাম শিক্ষাবোর্ড কার্যালয়ে জেএসসি-জেডিসি পরীক্ষার ফলাফল ঘোষণা করেন ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক জামাল উদ্দিন। এসময় উপস্থিত ছিলেন শিক্ষাবোর্ড সচিব ড. পীযুষ দত্ত সহ বোর্ডের কর্মকর্তারা।

শিক্ষাবোর্ড সূত্র জানায়, চট্টগ্রাম বোর্ডে এবছর জেএসসি-জেডিসি পরীক্ষায় আবেদন করে ১ লক্ষ ৭০ হাজার ৭১৬জন শিক্ষার্থী। এর মধ্যে পরীক্ষায় উপস্থিত ছিল ১ লক্ষ ৬৮ হাজার ৩৯৬ জন পরীক্ষার্থী। নগরী ও জেলার মোট ২০৪টি কেন্দ্রে অনুষ্ঠিত হয় জেএসসি পরীক্ষা। পরীক্ষায় অংশ নেয় ১ হাজার ১৮৬টি স্কুলের শিক্ষার্থীরা।

শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইট(www.educationboardresult.gov.bd) ও চট্টগ্রাম শিক্ষাবোর্ডের ওয়েবসাইট (www.bise-ctg.gov.bd) থেকে পরীক্ষার ফল সংগ্রহ করতে পারবেন শিক্ষার্থীরা। এছাড়া সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের ওয়েবসাইট থেকেও ফল জানা যাবে। মোবাইল ফোনে এসএমএস এবং ইন্টারনেট থেকে পরীক্ষার ফল জানতে পারবে শিক্ষার্থীরা। ঔঝঈ/ঔউঈ লিখে স্পেস দিয়ে বোর্ডের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল লিখে স্পেস দিয়ে ২০১৫ লিখে এসএম করলেও ফল পাওয়া যাবে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি