সোমবার,২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ


‘ডাস্টবিন নয়, পরিচ্ছন্ন শিক্ষাপ্রতিষ্ঠান চাই’


পূর্বাশা বিডি ২৪.কম :
৩১.১২.২০১৫

Pic-12-400x320

ডেস্ক রিপোর্ট :

নারী মৈত্রী ও সামাজিক নিরীক্ষণ দল বাংলাদেশ নারী মৈত্রীর উদ্যোগে ‘বর্জ্যমুক্ত গেন্ডারিয়া কলোনি সরকারি প্রাথমিক বিদ্যালয় চাই’ শীর্ষক গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকালে গেন্ডারিয়া কলোনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ শুনানি অনুষ্ঠিত হয়। এর মূল উদ্দেশ্যÑসরকারি বিভিন্ন সেবাসমূহ সঠিকভাবে বাস্তবায়িত হচ্ছে কি না তা নিরপেক্ষভাবে যাচাই করা।

এ সময় উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৪৫ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল কাদের, থানা শিক্ষা অফিসার মো. মইনুল হোসেন, রাজবাড়ী জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা এ বি এম রেজাউল হক। এ ছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তি, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

চরঈ ২থানা শিক্ষা অফিসার মো. মইনুল হোসেন বলেন, ‘শিক্ষা জাতির মেরুদ-, তাই এই শিক্ষাপ্রতিষ্ঠানটি আবর্জনামুক্ত করতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। সবাই মিলে এই বিদ্যালয়কে বর্জ্যমুক্ত করে শিক্ষার সঠিক পরিবেশ নিশ্চিত করব।’

এদিকে, স্কুলের সামনে থাকা ময়লার স্তূপ অপসারণে আগামী ১৫ দিনের মধ্যে দুটি বেঞ্চ সার্ভিসের ব্যবস্থা করার আশ্বাস দিয়ে কাউন্সিলর আব্দুল কাদের বলেন, ‘আজ থেকে এখানে আমরা আবর্জনা ফেলবো না।’ এ সময় তার এই প্রতিজ্ঞার সঙ্গে উপস্থিত সবাই একাত্বতা ঘোষণা করেন।

উল্লেখ্য, গেন্ডারিয়া কলোনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মূল ফটকের সামনের জায়গা অলিখিতভাবে ময়লার স্তূপে পরিণত হয়েছে। বাসাবাড়ি থেকে শুরু করে হোটেল, দোকান এবং সিটি করপোরেশনের বেঞ্চ সার্ভিস বহুদিন ধরে এখানে ময়লা ফেলে আসছে। এতে স্কুলে শিক্ষার পরিবেশ বিঘিœত হওয়ার পাশাপাশি শিক্ষার্থী ও স্থানীয়রা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। একইসঙ্গে পথচারীরাও চরম ভোগান্তির শিকার হচ্ছেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি