শনিবার,৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ


সৌদির অনুরোধে আরো গৃহকর্মী পাঠাবে বাংলাদেশ


পূর্বাশা বিডি ২৪.কম :
০১.০১.২০১৬

s-pic_110542-400x259
আন্তর্জাতিক ডেস্ক :

সৌদি আরবের অনুরোধে বেশিসংখ্যক গৃহকর্মী পাঠাবে বাংলাদেশ। স্থানীয় সময় বৃহস্পতিবার সৌদির রাজধানী রিয়াদে দ্বিপক্ষীয় বৈঠকের পর এ বিষয়ে সমঝোতা হয়।

আরব নিউজের খবরে বলা হয়, বৃহস্পতিবার সৌদি শ্রমমন্ত্রী মুফাররেজ বিন সাদ আল-হাকবানির সঙ্গে বৈঠক করেন বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী নুরুল ইসলাম বিএসসি। বৈঠকে বাংলাদেশ থেকে শ্রমিক পাঠানোর বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।

ওই বৈঠকে উপস্থিত ছিলেন সৌদিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসিহ। তিনি আরব নিউজকে বলেন, দুই দেশের দুই মন্ত্রীর মধ্যে সফল আলোচনা হয়েছে। এ আলোচনার মধ্য দিয়ে দ্বিপক্ষীয় শ্রম আদান-প্রদানের বিষয়ে নতুন দিগন্তের সূচনা হয়েছে।

‘গৃহকর্মী নেওয়ার পাশাপাশি, সৌদি শ্রমমন্ত্রী দেশটির বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশি নারী-পুরুষদের নিয়ে আসতে চান’ বলেন মসিহ।

বাংলাদেশি রাষ্ট্রদূত বলেন, প্রায় চার হাজার গৃহকর্মী প্রতি মাসে বাংলাদেশ থেকে সৌদিতে যাবে। এ সংখ্যা আরো বাড়বে।

সৌদি আরবে বর্তমানে ২০ হাজার গৃহকর্মী রয়েছে। আরো ৩৬ হাজার গৃহকর্মী বাংলাদেশ থেকে আসতে প্রস্তুত রয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি