শুক্রবার,৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ


গার্মেন্টস নিয়ে দেশি-আন্তর্জাতিক ষড়যন্ত্র অব্যাহত?


পূর্বাশা বিডি ২৪.কম :
১৮.০১.২০১৬

2009-10-08__b02
ডেস্ক রিপোর্টঃ

দেশে একসময় সোনালী আঁশ খ্যাত পাট শিল্পের জয়জয়কার ছিল। বর্তমানে পাটশিল্প বিলুপ্তির পথে। আর এর নেপথ্যে ছিলো দেশি-বিদেশি গভীর ষড়যন্ত্র। ঠিক সেভাবেই পরিকল্পিতভাবে অস্থিরতা সৃষ্টি করে রফতানির সিংহভাগ অর্জিত তৈরি পোশাক শিল্পকেও বিলুপ্তির পাঁয়তারা চলছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বাংলাদেশের তৈরি পোশাক শিল্প বিশ্ববাজারে সুনামের সঙ্গে স্থান করে নিয়েছে। অনেকেই বাংলাদেশের এ সাফল্য ভালো চোখে দেখছে না। দেশে-বিদেশে তৈরি পোশাক শিল্প নিয়ে ষড়যন্ত্র চলছে। যা এখনও অব্যাহত আছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি কমাতে আন্তর্জাতিক ষড়যন্ত্র করা হয়েছিল। তবে সরকার আর ব্যবসায়ীদের যথাযথ উদ্যোগে তা সফল হয়নি বলে জানান তিনি।

রাজনৈতিক অনিশ্চয়তার পাশাপাশি সরকারের ভুল নীতি ও দেশি-বিদেশি ষড়যন্ত্রের কারণে এ খাত ঝুঁকির মধ্যে রয়েছে। দেশের সর্ববৃহৎ রফতানি খাত গার্মেন্ট শিল্প নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে চলছে ষড়যন্ত্র। এরই অংশ হিসেবে এ খাতে প্রায়ই ভাংচুর, অগ্নিসংযোগের মতো ঘটনা ঘটছে। পরিকল্পিতভাবে তৈরি করা হচ্ছে শ্রমিক অসন্তোষ। এক্ষেত্রে কলকাঠি নাড়ছে প্রতিবেশি কয়েকটি দেশ।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেও গার্মেন্টস শিল্প নিয়ে ষড়যন্ত্রের কথা বলেছেন। শেখ হাসিনা বলেছেন, তাঁর সরকার সকল অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ষড়যন্ত্র মোকাবেলা করে দেশের তৈরি পোশাক খাতকে এগিয়ে নিয়ে যাচ্ছে। বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স এন্ড এক্সপোর্টার্স এসাসিয়েশনের (বিজিএমইএ) সভাপতি সিদ্দিকুর রহমানের নেতৃত্বে সংগঠনের নবনির্বাচিত কর্মকর্তারা গত রোববার সকালে প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর তেজগাঁও কার্যালয়ে সাক্ষাৎ করতে গেলে শেখ হাসিনা আরো বলেন, তৈরি পোশাক রপ্তানি বিঘিœত করার জন্য ষড়যন্ত্র করা হয়েছিল। কেবল দেশের অভ্যন্তরে নয়, আন্তর্জাতিক পর্যায়েও ষড়যন্ত্র করা হয়েছিল। এ ব্যাপারে আমরা যথাযথ পদক্ষেপ গ্রহণ করেছিলাম বলে ষড়যন্ত্র সফল হয়নি। এ খাতের সংশ্লিষ্ট ব্যবসায়ীদের পাশাপাশি সরকার যথাযথ পদক্ষেপ গ্রহণ করায় ষড়যন্ত্র সফল হতে পারেনি।

এদিকে বিজিএমইএ’র একটি সূত্রে জানা গেছে, গত ৬ বছরে নিট, হোসিয়ারি, ওভেন গার্মেন্ট মিলে প্রায় ৬ হাজার পোশাক কারখানা বন্ধ হয়ে গেছে। আর এসব বন্ধ হয়ে যাওয়া শিল্প খাতে বিনিয়োগ করা প্রায় ৫৫ হাজার কোটি টাকার মূলধন হারিয়েছে ব্যবসায়ীরা। এসব গার্মেন্ট মালিক পুঁজি হারিয়ে দেউলিয়া হয়েছেন। ঋণের দায় শোধ করতে না পেরে অনেকে পালিয়ে বেড়াচ্ছেন।

বাংলাদেশি বংশোদ্ভূত এক মার্কিন মেয়ের নগ্নবক্ষে ‘মেড ইন বাংলাদেশ’ লেখা বাংলাদেশি তৈরি পোশাকের বিজ্ঞাপনকে ষড়যন্ত্র হিসেবে উল্লেখ করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। তিনি বলেছেন, বাংলাদেশের তৈরি পোশাক বিশ্ববাজারে সুনাম কুড়িয়েছে। আর এ কারণে অনেকেই বাংলাদেশের এ সাফল্য ভাল চোখে দেখছে না।

তিনি তাদের সতর্ক করে দিয়ে বলেছেন, ‘আশা করি বিদেশি বন্ধুরা বাংলাদেশের সব ব্যাপারে হস্তক্ষেপ করবেন না। আপনারা আমাদেরকে আমাদের মতো থাকতে দেবেন, এই আশা করি।’

সম্প্রতি যুক্তরাষ্ট্রের একটি পোশাক বিক্রেতা প্রতিষ্ঠান আমেরিকানস এ্যাপারেলস তাদের বিজ্ঞাপনে নগ্ন নারীবক্ষে ‘মেড ইন বাংলাদেশ’ লেখা বিজ্ঞাপন প্রচার করেছে। আর সেই বিজ্ঞাপনের মডেল হিসেবে ব্যবহার করেছে এক বাংলাদেশি-আমেরিকান নগ্নবক্ষা নারীকে। তার নগ্ন বক্ষে লেখা হয়েছে ‘মেড ইন বাংলাদেশ।’

বিষয়টিকে সামনে এনেছে নিউইয়র্কভিত্তিক ফ্যাশন ম্যাগাজিন এলি। এই ম্যাগাজিনে প্রকাশিত ছবিটির নিচে মডেলের নাম লেখা হয়েছে ‘ম্যাকস।’ বলা হয়েছে, ম্যাকস বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান এবং ২০১০ সাল থেকে আমেরিকান এ্যাপারেলসে মার্চেন্ডাইজার হিসেবে কাজ করছেন।

বাণিজ্যমন্ত্রী এ ব্যাপারে সবাইকে সচেতন থাকতে পরামর্শ দেন। তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, এ বিজ্ঞাপন আমাদের পোশাকশিল্প নিয়ে ষড়যন্ত্রেরই একটি অংশ। আমরা ষড়যন্ত্রের কথা বলছি এ কারণে যে, চার বছর বয়সে একটি মেয়ে বাংলাদেশে থেকে আমেরিকা চলে গেছে। এখন সে আমেরিকার বাসিন্দা। আমেরিকার এ্যাপারেলসে চাকরি করে। ওই মেয়েকে অর্ধনগ্ন করে মেড ইন বাংলাদেশ বলে প্রচার করা হয়েছে। আমরা যে বলি গার্মেন্টস শিল্প নিয়ে ষড়যন্ত্র শুরু হয়েছে, আমার এ কথা বলার তো যৌক্তিকতা আছে।

আশ্চর্যান্বিত হয়ে তিনি বলেন, ‘একটি মেয়ে থাকে আমেরিকায়, চাকরি করে আমেরিকায়, তাকে দিয়ে বলছে মেড ইন বাংলাদেশ, একটি কথা।’ তবে সবকিছু ছাপিয়ে বাংলাদেশের পোশাক শিল্প রফতানি হবে এবং বিশ্বের মানুষও তা কিনবে বলে মন্তব্য করেন বাণিজ্যমন্ত্রী।

২০১৪ সালের ২২ জুন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বাংলাদেশের পোশাক কারখানা নিয়ে ‘অপপ্রচারে’ বিএনপির সঙ্গে আওয়ামী লীগের এক নেতা জড়িত বলে দাবি করেছিলেন। ওই সময় যুক্তরাষ্ট্র সফর করে দেশে ফিরে মন্ত্রী সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এই দাবি করে বলেন, “গার্মেন্ট ইন্ড্রাস্টি নিয়ে আজো ষড়যন্ত্র চলছে। আমি আমেরিকা না গেলে এই বিষয়ে জানতেই পারতাম না।” বাণিজ্যমন্ত্রী বলেন, বাংলাদেশের কয়েকজন শ্রমিক নেতা গোপনে যুক্তরাষ্ট্রকে চিঠি দিয়েছেন। ‘ইন্ডাস্ট্রিঅল’ নামে একটি সংগঠনের প্রধান বিএনপি নেতা নজরুল ইসলাম খানের সঙ্গে এতে যুক্ত আওয়ামী লীগ নেতা রায় রমেশ চন্দ্রও।

“তাদের বিরুদ্ধে (অভিযোগকারী) ব্যবস্থা নেয়ার বিষয়ে চিন্তা করতে হবে। শ্রমিক হিসাবে কারখানায় কাজ না করেই কিছু লোক শ্রমিক নেতা হয়েছেন।” নজরুল ইসলাম বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী শ্রমিক দলের সাবেক সভাপতি। রায় রমেশ আওয়ামী লীগ সমর্থিত শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ছিলেন। গত বছর যুক্তরাষ্ট্র সফর নিয়ে ওই সংবাদ সম্মেলনে তোফায়েল দাবি করেন, বাংলাদেশ নিয়ে ওয়াশিংটনের যেসব ভুল ধারণা ছিল তা ওই সফরে তা তিনি নিরসন করতে পেরেছেন।

এদিকে গত ৫ জানুয়ারি ‘বাংলাদেশের তৈরি পোশাক শিল্প খাতে বিপদ ও পরিবেশগত ঝুঁকি মোকাবিলা’ শীর্ষক সেমিনারে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেন, দেশের তৈরি পোশাক শিল্প নিয়ে আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে। এ শিল্পের বিস্ময়কর উত্থান প্রতিযোগীদের জন্য ঈর্ষার কারণ। তাই রফতানি প্রবৃদ্ধি ঠেকাতে প্রতিযোগীরা তৎপর রয়েছে।

২০১৪ সালে ২৪ এপ্রিল রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোটার্স ইউনিটিতে ঐতিহাসিক মুজিবনগর দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ বলেন, দেশের গার্মেন্টস শিল্প নিয়ে এখন বিএনপি ষড়যন্ত্র করছে। ষড়যন্ত্র করছেন কিছু বিদেশি নাগরিক। রানা প্লাজার শ্রমিকদের সাহায্যে বিদেশি বন্ধুরা বহু প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু তারা তা পূরণ করলেন না। শেখ হাসিনার সরকার নানা বাধা সত্ত্বেও এগিয়ে যাচ্ছে। তার সরকারের উন্নয়নের চাকাকে থামানো যাবে না।

সম্প্রতি বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে গঠিত ‘বাণিজ্য সহায়ক পরামর্শক কমিটির ৪র্থ সভায় হা-মীম গ্রুপের চেয়ারম্যান ও এফবিসিসিআই’র সাবেক সভাপতি এ কে আজাদ জানান, রাজনৈতিক অস্থিরতার কারণে বিদেশি বায়াররা বাংলাদেশি ব্যবসায়ীদের কেনিয়া, ভিয়েতনামসহ তৃতীয় অন্য কোনও দেশে ফ্যাক্টরি করে বিনিয়োগ করার পরামর্শ দিয়েছে। তিনি বলেন, বায়াররা সেখান থেকে মালামাল বুঝে নেয়ার কথা বলেছেন। এটি বাংলাদেশের জন্য শুভকর নয় বলেও তিনি উল্লেখ করেন। একে আজাদ বলেন, দেশের রাজনৈতিক অস্থিরতা, বিদ্যুৎ ও গ্যাসের অপ্রতুলতার কারণে বিনিয়োগে উৎসাহী হচ্ছেন না বিদেশিরা।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি