শুক্রবার,৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ


বিএনপির ‘আসল-নকলে’ বড় সংঘর্ষের আশঙ্কা


পূর্বাশা বিডি ২৪.কম :
১৯.০১.২০১৬

bnp-fight2-400x276

ডেস্ক রিপোর্টঃ

বিএনপির অফিস আসল বিএনপি দখলে দিতে চাচ্ছে। দুইবার দখলে নেয়ার চেষ্টাও করছে তারা। সফল হয়নি দাওয়া খেয়ে পিছু হটতে বাধ্য হন তারা। এরপর সংবাদ সম্মেলনে আসল বিএনপির নেতা কামরুল হাসান নাসিম ৩০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দাবি করছে। আগামীতে আরো বড় ধরনের সংঘাতের আশঙ্কা করা হচ্ছে।

হঠাৎ করেই রাজনীতির অঙ্গনে আবির্ভূত হন কামরুল হাসান নাসিম। যিনি নিজেকে দাবি করছেন আসল বিএনপির কান্ডারী হিসেবে। বর্তমান বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং তারেক জিয়াকে বিএনপিতে অযাচিত ঘোষণা করে নিজেকে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের আসল সৈনিক আখ্যায়িত করে নিজেকে দাবি করছেন ‘আসল’ বিএনপির কান্ডারী হিসেবে। কিন্তু বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের জন্মদিনে তাদের কোন কর্মসূচি নেই।

বিএনপির মূলধারা এর নেপথ্যে সরকারের ইন্ধন রয়েছে বলে অভিযোগ করেছে। দলটি বলছে, সরকার বিএনপিকে ভাঙার চেষ্টা করছে বিএনপিকে ঘিরে আসল নকলের লড়াই শুরু হয়েছে। দলীয় কার্যালয়ের দখল নিতে গত ১৫ দিনে দু’দফা সংঘর্ষের ঘটনা ঘটেছে। আগামীতে আরো বড় ধরনের ঘটনার আশঙ্কা করা হচ্ছে। পরিস্থিতি রক্তারক্তিতে রূপ নিতে পারে বলে রাজনৈতিক বিশ্লেষকরা আভাস দিয়েছেন।

ইতোমধ্যেই গাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে। পুড়িয়ে দেয়া হয়েছে সাউন্ড সিস্টেমসহ জরুরি কাগজপত্র। এ নিয়ে নেতাদের মধ্যে চলছে বাকযুদ্ধ। ক্ষতিপূরণ দাবির পাশাপাশি পাল্টাপাল্টি হুমকিসহ দেয়া হয়েছে আল্টিমেটাম। মামলা পাল্টা মামলারও প্রস্তুতি চলছে উভয়পক্ষের।

অবশ্য বিএনপির মূলধারা এর নেপথ্যে সরকারের ইন্ধন রয়েছে বলে অভিযোগ করেছে। দলটি বলছে, সরকার বিএনপিকে ভাঙার চেষ্টা করছে। গোয়েন্দা সংস্থার নিরাপত্তায় বস্তির টোকাই দিয়ে বিএনপি অফিস দখলের চেষ্টা চালাচ্ছে। দলটির মতে, সরকার যেহেতু গণবিচ্ছিন্ন হয়ে গেছে, সেজন্য বিভিন্ন ধরনের অন্যায়-অবিচারের পথ বেছে নিয়েছে। বিভিন্ন উপায়ে সাংগঠনিক কাজে বাধা দেয়ার নাটক-ষড়যন্ত্র করছে।

আর ‘আসল বিএনপি’র দাবি বিএনপিতে জিয়ার আদর্শ নেই। খালেদা জিয়া এখন ব্যক্তি স্বার্থে রাজনীতি করছেন। জনগণের স্বার্থ সংশ্লিষ্ট রাজনীতি দেখা যাচ্ছে না বিএনপির মধ্যে। এখন রাজনৈতিক শক্তি থেকে রাজনৈতিক অপশক্তি হওয়ার ভাব পরিলক্ষিত হচ্ছে বিএনপিতে। এ থেকে উত্তরণই তাদের লক্ষ্য।

গত ২ ও ১৭ জানুয়ারি দুই দফা বিএনপির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয় দখল নিতে আসে আসল বিএনপির দাবিদার কামরুল হাসান নাসিমের সমর্থকরা। সেখানে অবস্থান নেয়া বিএনপি নেতাকর্মীদের ধাওয়া খেয়ে এলাকা ছাড়তে বাধ্য হয় তারা।

এ সময় বিএনপি কর্মীরা ‘আসল বিএনপি’ সমর্থকদের মারধরসহ তাদের বহনকারী কাভার্ডভ্যান ও এতে থাকা সাউন্ড বক্স এবং আসল বিএনপির কাগজপত্র আগুন দিয়ে পুড়িয়ে দেয়। অবশ্য কিছুদিন আগে থেকেই নয়াপল্টন অফিস দখলের ঘোষণা দিয়ে আসছিলেন বিএনপির ক্রান্তিকালীন রাজনীতির ‘মুখপাত্র’ দাবি করে আসা কামরুল হাসান নাসিম।

২০১৪ সালের ৫ জানুয়ারি দশম সংসদ নির্বাচন বর্জনের কিছুদিন পর থেকেই বিএনপির ত্রুটি বিচ্যুতি নিয়ে গণমাধ্যমে কথা বলতে শুরু করেন কামরুল হাসান নাসিম। গত বছর ৫ জানুয়ারি সংসদের ১ বছর পূর্তির দিনকে কেন্দ্র করে সারা দেশে অবরোধ ও হরতাল ব্যর্থ হলে স্বমূর্তিতে আবির্ভূত হন নাসিম। খালেদা জিয়াকে ব্যর্থ ও অক্ষম আখ্যায়িত করে দলে খালেদা জিয়াকে বাদ দিয়ে জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত ‘আসল’ বিএনপি গড়ার ঘোষণা দেন তিনি।

‘আসল’ বিএনপি সম্পর্কে কামরুল হাসান নাসিম বলেন, জিয়াউর রহমান যেভাবে বিএনপিকে শুরু করেছিলেন বহুদলীয় গণতন্ত্র নিয়ে, বিএনপির মধ্যে এখন সেই গণতন্ত্র নেই। খালেদা জিয়া এখন ব্যক্তি স্বার্থে রাজনীতি করছেন।

এক থেকে দুজন ব্যক্তি দলের সিদ্ধান্ত নেয়। খালেদা জিয়ার ওপর দেশের জনগণের আস্থা। এই আস্থা দলের চেয়ারপারসন হওয়ার কারণে। কিন্তু এখন জনগণের স্বার্থ সংশ্লিষ্ট রাজনীতি দেখা যাচ্ছে না বিএনপি এবং বিএনপি চেয়ারপারসনের মধ্যে। বিএনপির মধ্যে এখন রাজনৈতিক শক্তি থেকে রাজনৈতিক অপশক্তি হয়ে যাওয়ার ভাব পরিলক্ষিত হচ্ছে। তিনি বলেন, বিএনপি এখন যে জায়গায় দাঁড়িয়ে রয়েছে তার পরিবর্তন দরকার। তাই আমি সব পর্যায়ে কথা বলে এই সিদ্ধান্ত নিয়েছি।

‘আসল’ বিএনপির লক্ষ্য সম্পর্কে তিনি বলেন, আওয়ামী লীগ বাংলাদেশের অর্থনীতি নিয়ে যে ভিশন দাঁড় করিয়েছে তার থেকে ভালো কিছু বাংলাদেশের জনগণকে দিতে হবে। সেই কথাটাই আমরা বলতে চাই। দলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করা এবং বাংলাদেশ যাতে উচ্চ আয়ের দেশ হয় তা নিয়ে আমাদের দল কাজ করে যাচ্ছে। এই বিষয়ে জনগণের কাছে আমাদের ভিশন দাঁড় করাব।

ইতোমধ্যেই নাসিম খালেদা জিয়াকে দলের চেয়ারপারসনের পদ থেকে পদত্যাগ করার জন্য সময় বেঁধে দেন। না হলে সংগঠনের গঠনতন্ত্র অনুসারে তাকে পদত্যাগে বাধ্য করা হবে বলেও ঘোষণা করেছিলেন তিনি। সে সময়সূচি অনেক আগেই শেষ হয়ে গেছে। কামরুল খালেদা জিয়া, তারেক রহমান ও বিএনপি নেতাদের কোনো বক্তব্য প্রচার না করতে গণমাধ্যমকেও অনুরোধ জানান।

সর্বশেষ গতকাল সোমবার বিকেলে কামরুল হাসান নাসিম আবারো দাবি করেন, তার বিএনপি ‘আসল বিএনপি’। বিএনপি কার্যালয়ে গত ২০ বছর যাবত যত কাউন্সিল হয়েছে তা গণতান্ত্রিকভাবে হয়নি। এর জবাব বিএনপিকে দিতে হবে বলেও হুঁশিয়ারি দিয়ে তিনি জানান, কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ নিয়ে উচ্চ আদালত বসানো হবে। নাসিম জানান, কিছুদিনের মধ্যে বিএনপির মধ্যে বিপ্লব ঘটবে। এরপর থেকে নেতাকর্মীরা ‘আসল বিএনপি’তে ভিড়বে।

এ প্রসঙ্গে বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক আবদুস সালাম বলেন, ‘আসল বিএনপি’ নামধারী কথিত কামরুল হাসান নাসিম আসলে একটা ধান্ধাবাজ। ও সরকারের গোলাম হয়ে নিজের আখের গোছাতে এবং কিছু টাকা কামাতে বিএনপির পেছনে নেমেছে। গোয়েন্দা সংস্থার লোকজন ওর অবৈধ কাজে ওকে সাহায্য করে বিএনপির ইমেজ নষ্ট করার অপচেষ্টা চালাচ্ছে।

বিএনপির যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ বলেন, টোকাইদের ধরে নিয়ে এসে আরেকটি বিএনপি গঠনের চেষ্টা করছে সরকার। তা সফল হবে না। এ প্রত্যয় ঘোষণা করে বিএনপির এ নেতা বলেন, এই ধরনের ছেঁচড়া চেষ্টা মানুষ বিশ্বাস করবে না। তিনি বলেন, এর আগে অনেকবার চেষ্টা করেছেন সফল হননি। কারণ বিএনপি মেলামাইন বা চীনামাটি নয় যে ভেঙে যাবে। বিএনপি হচ্ছে ইস্পাত কঠিন জাতীয়তাবাদী শক্তির ঐক্য।

কে এই নাসিম? : গত বছর হঠাৎ করেই রাজনীতির অঙ্গনে আলোচিত হয়ে ওঠেন কামরুল হাসান নাসিম। যিনি নিজেকে আসল বিএনপির মুখপাত্র হিসেবে দাবি করেন। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও ভবিষ্যৎ কা-ারি তারেক রহমানকে বিএনপিতে অযাচিত ঘোষণা করে নিজেকে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের আসল সৈনিক বলে দাবি করেন তিনি।

কিন্তু কে এই নাসিম? তার উদ্দেশ্যেই বা কি? এ প্রশ্ন এখন সর্বত্র। অনুসন্ধানে তার সম্পর্কে জানা যায়, ২০১০ সালে ‘গড়বো বাংলাদেশ’ নামে একটি সংগঠনের আত্মপ্রকাশের মধ্য দিয়ে কামরুল হাসান নাসিম জনসম্মুখে আসেন। বিএনপির প্রয়াত মহাসচিব কে এম ওবায়েদুর রহমানের স্ত্রী প্রফেসর শাহেদা ওবায়েদ এ সংগঠনের প্রতিষ্ঠাতা। আর নাসিম মুখপাত্র হন।

নাসিমের ব্যক্তিগত জীবন সম্পর্কে জানা যায়, তিনি জননেতা ডটকম নামে একটি অনলাইন নিউজ পোর্টালের এডিটর ইন চিফ। সেই সুবাদে নিজেকে সাংবাদিক ও গবেষক পরিচয় দেন। জননেতা ডটকম পোর্টালের ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, জননেতা ডটকম ২০১৩ সালের আগস্টে আমি শুরু করি। এটা একটি বিশেষায়িত পোর্টাল। এর কার্যালয় বনানীতে। বারিধারায় জননেতা রিসার্চ সেন্টার নামে একটি গবেষণা প্রতিষ্ঠান আছে যেখানে সমসাময়িক রাজনীতি, রাষ্ট্রনীতি ও উন্নততর রাষ্ট্রব্যবস্থা নিয়ে গবেষণা হয়।

কামরুল হাসান নাসিম ফেসবুক প্রোফাইলে তার জন্ম ২ এপ্রিল ১৯৭৭। তার গ্রামের বাড়ি যশোর। চুয়াডাঙ্গা ভি জে সরকারি হাইস্কুলে তার পড়াশোনা।

নাসিমের দাবি তিনি বিএনপির রাজনীতিতে সক্রিয় ছিলেন। ২০০৭ সালের নির্বাচনে তিনি যশোর থেকে বিএনপির মনোনয়ন চেয়েছিলেন। কিন্তু জোটের স্বার্থে আসনটি জামায়াতকে ছেড়ে দেয়া হয়। যদিও এর পরই এক এগারোর ঘটনা ঘটে। মূলত এর পরই রাজনীতি থেকে সরে যান তিনি এবং বিভিন্ন সামাজিক আন্দোলনের সঙ্গে যুক্ত হন তিনি।

অন্য একটি সূত্রের মতে, নাসিম এক সময় আওয়ামী লীগ করতেন। পরবর্তীতে নাম সর্বস্ব দল গড়ব বাংলাদেশের মুখপাত্র হন। কে এম ওবায়েদের স্ত্রী শাহেদা ওবায়েদ এবং মেয়ে শ্যামা ওবায়েদ একই আসন থেকে বিএনপির নমিনেশন চান। কিন্তু, শ্যামা ওবায়েদ নমিনেশন পান, অন্য দিকে শাহেদা ওবায়েদ বিএনপির নমিনেশন লাভে ব্যর্থ হন। তখনই শাহেদা ওবায়েদ গড়ব বাংলাদেশ নামে একটি নাম সর্বস্ব প্রেস রিলিজনির্ভর দল করে বর্তমান সরকার থেকে নানা সুযোগ সুবিধা নিতে থাকেন।

নাসিমকে মূলত আওয়ামী লীগের লবিং-এ কাজ করানোর জন্য নিয়োগ দেয়া হয়।

‘নাসিমকে বিয়ে করে নামের শেষে ওবায়েদ ব্যবহার ছেড়ে দিয়েছেন শাহেদা’- একাধিক জাতীয় দৈনিকে ইতিপূর্বে এমন সংবাদও প্রকাশ হয়েছে। যদিও তিনি তা অস্বীকার করেছেন। তারপরও তাদের দুজনকে প্রায়ই এক সঙ্গে দেখা যায়।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি