শুক্রবার,২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


ট্রাম্প ও পলিনের মাঝে কে নির্বোধ?


পূর্বাশা বিডি ২৪.কম :
২১.০১.২০১৬

nydn-palin-trump-400x500
ডেস্ক রিপোর্টঃ

উপহাসের  যেন কমতি নেই! তবুও যুক্তরাষ্ট্রের রক্ষণশীল রিপাবলিকান পার্টির প্রেসিডেন্সিয়াল মনোনয়ন প্রত্যাশী ডোনাল্ড ট্রাম্পের দলীয় সমর্থন বাড়ছেই। ফেসবুকে ‘আই সাপোর্ট ডোনাল্ড ট্রাম্প’-এ পছন্দের সংখ্যা ৬১,৪৫১ জন এবং তাদের ৩৫,৭০১ জনই তার প্রচারণায় সক্রিয়। তাতে সর্বশেষ ট্রাম্পকে সমর্থন জানিয়েছেন তার দলের ২০০৮ সালে পরাজিত সাবেক ভাইস প্রেসিডেন্সিয়াল প্রার্থী সারাহ পলিন। ফলে এই প্রথম কোনো শীর্ষস্থানীয় রাজনীতিক ট্রাম্পকে সমর্থন জানালেন। আইওয়া বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক সমর্থন বক্তৃতায় সারাহ পলিন বলেন, ডোনাল্ড ট্রাম্প মার্কিন সেনা দিয়ে আইএসকে দমনে সচেষ্ট। আলাস্কার এই সাবেক গভর্নর আরো বলেন, ট্রাম্প আমেরিকার হৃতগৌরব জাগরিত করবেন। প্রত্যুত্তরে ট্রাম্প বলেন, সারাহ পলিনের সমর্থনে তিনি বিশেষভাবে গর্বিত।

অথচ মজার বিষয়টি হচ্ছে, ডোনাল্ড ট্রাম্পের মতো সারাহ পলিনও একজন বিতর্কিত ব্যক্তিত্ব। আলাস্কার গভর্নর থাকাকালে তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারসহ কোকেন ও গাঁজা সেবনের অভিযোগ রয়েছে। এমনকী স্বামী টড পলিনের ব্যবসায়িক অংশীদারের সঙ্গেও তার ছিল পরকিয়া। শুধু তাই নয়, সারাহ পলিন সমর্থন জানানোর ফলে তার সহযাত্রী প্রেসিডেন্সিয়াল পদপ্রার্থী ও বাংলাদেশের এক দরিদ্র কন্যা ব্রিজেতের দত্তক পিতা সিনেটর জন ম্যাককেইন নিশ্চুপ থাকেননি। তার অভিব্যক্তিটি হচ্ছেÑ ‘ইয়াহ, ওয়েল, দ্যান ইউ আর সেট। ইটস ক্লিয়ার সেইলিং ফ্রম হেয়ার। আই লাভ দ্যাট দোউজ টু হ্যাভ জয়েনড ফোর্সেস। ইটস লাইক দ্য রিডলার অ্যান্ড দ্য জোকার। ব্যাটম্যানস টেরোরাইজ নাও’। অর্থাৎ ‘সত্যিই তার সবকিছু ঠিক জুঁটেছে। আর এখান থেকেই পাল উড়বে। আমি খুশি হয়েছি তারা জুঁটি বেঁধেছেন। একজন প্রহেলিকাময়, আরেকজন ভাঁড়। এবার সামরিক পরিচারকরা ভয় দেখিয়ে যাও’।  সে কথা বলবেন না কেন? ডোনাল্ড ট্রাম্প  যে তার অপছন্দ! কারণ, অ্যারিজোনা অঙ্গরাজ্যের রাজধানী ফিনিক্সে অবৈধ অভিবাসনের বিরুদ্ধে ট্রাম্পের এক র‌্যালির জবাবে গত বছর ১৬ জুলাই দৈনিক ‘দ্য নিউইয়র্কার’-কে দেয়া সাক্ষাতকারে ম্যাককেইন বলেন, ‘দিস পারফরমেন্স উইথ আওয়ার ফ্রেন্ড আউট ইন ফিনিক্স ইজ ভেরি হার্টফুল টু মি। বিকজ হোয়াট হি ডিড ওয়াজ হি ফায়ার্ড আপ দ্য ক্রেজিস’। অর্থাৎ (ট্রাম্প) অভিবাসীদের বিরুদ্ধে পাগলদের ক্ষেপিয়ে তুলেছেন। তারই পাল্টা জবাবে ম্যাককেইনকে ‘ডামি’ বা ‘পুতুল’ অভিহিত করে ট্রাম্প মন্তব্য করেন- ‘ম্যাককেইন ইজ এ ওয়ার হিরো বিকজ হি ওয়াজ ক্যাপচার্ড, আই লাইক পিপল দ্যাট ওয়্যার নট’। অর্থাৎ বন্দি হয়েছিলেন বলেই ম্যাককেইন বীরযোদ্ধা, অথচ আমার তা পছন্দ নয়।

এদিকে ডোনাল্ড ট্রাম্পের যুক্তরাজ্য সফরে নিষেধাজ্ঞা আরোপ নিয়ে দেশটির পার্লামেন্টে বিতর্ক হয়েছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক সে বিতর্কের সূত্রপাত করেন। তার যুক্তির স্বপক্ষে ট্রাম্পের বিরুদ্ধে ৫ লাখ ৭০ হাজার স্বাক্ষরদাতার উল্লেখ করে টিউলিপ বলেন, ‘ সে এক ভয়ঙ্কর বোকা লোক, যে সন্ত্রাসবাদকে উস্কে দিচ্ছেন’। টিউলিপকে অপর দুই মুসলিম নারী এমপি তাসমিনা আহমেদ-শেখ ও নাজ শাহ সমর্থন করলেও অধিকাংশ ব্রিটিশ এমপি মনে করেন ট্রাম্পের উপর নিষেধাজ্ঞা আরোপ তাকে ‘শহিদ’ হতে ব্রতী করবে। অপরাপর এমপি মনে করেন বিতর্কটিতে অহেতুক জনগণেরই অর্থের অপচয়।

তা সত্ত্বেও আপাতদৃষ্টিতে কানাডার মানুষেরও ট্রাম্পের প্রতি রয়েছে অনীহা। গত বছর ডিসেম্বরের প্রথম সপ্তাহে টরন্টো সিটি কাউন্সিলর যশ ম্যাটলো মনে করেন ট্রাম্পের ভাষা ‘বাগাড়ম্বরপূর্ণ’ এবং তার নীতিমালা ‘ফ্যাসিস্ট’ বিধায় কোনো স্থাপত্যই তার নামে থাকা উচিত নয়, যদিও টরন্টোয় তার ৬৫ তলা একটি ‘ট্রাম্প টাওয়ার হোটেল’ রয়েছে।

তবে সারাহ পলিনের ওই ঘটনাবহুল সমর্থনকে ঘিরে জিম রিচ সম্পাদিত নিউইয়র্কের টেবলয়েড পত্রিকা ডেইলি নিউজের ২০ জানুয়ারির সচিত্র প্রচ্ছদের শিরোনামটি লক্ষণীয়। তাতে বলা হয়েছে- ‘আই এম উইথ স্টুপিড’! অর্থাৎ ‘আমি নির্বোধের সঙ্গী’।

এখন দেখার অপেক্ষা – আদৌ এ দুজন নির্বোধ কিনা! নাকি শেষটায় ডেমোক্রেট দলীয় প্রেসিডেন্সিয়াল মনোনয়ন প্রত্যাশী হিলারি রডহ্যাম ক্লিনটনকেই তারা বোকা বানান!



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি