শুক্রবার,১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


এলিয়েনরা বিলুপ্ত হয়ে গেছে !


পূর্বাশা বিডি ২৪.কম :
২৫.০১.২০১৬

alien-400x260
ডেস্ক রিপোর্টঃ

এলিয়েন আছে কিনা এই তর্কের সুত্রপাত এখানেই যে এলিয়েন সচারচর দেখা যায় না। সবসময় দেখা গেলে এলিয়েন আছে কিনা তা নিয়ে প্রশ্ন উঠতো না। তবে এলিয়েন কেন দেখা যায় না। সেটিও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটির গবেষকরা দীর্ঘদিন ধরে এলিয়েনদের নিয়ে গবেষণা করার পর সম্প্রতি একটি তথ্য পেশ করেছেন। তারা বলছেন এলিয়েনরা বিলুপ্ত হয়ে গেছে। তাই এখন তাদের দেখা যায় না।

তারা বলছেন, হতে পারে এলিয়েনরা ছিল। কিন্তু তারা আজ আর কেউ নেই। তার কারণ, পৃথিবী থেকে যেমন বেশ কিছু প্রাকৃতিক নিয়মেই ডাইনোসোররা লুপ্ত হয়ে গিয়েছে, তেমনই সৌরজগত থেকে লুপ্ত হয়ে গিয়েছে এলিয়েনরাও। গবেষকদের বক্তব্য, এলিয়েন যে ছিল না, সেটা নয়। হতেই পারে, ছিল। কিন্তু এলিয়েনরা এখন আর নেই। তারা লুপ্ত হয়ে গিয়েছে প্রাকৃতিক অথবা জাগতিক কারণেই। সেইজন্যই সাধারণ মানুষ এত করেও এলিয়েনদের দেখতে পায় না। কি এই বক্তব্য মানলেন? সেটা আপনাদের বিচার। কিন্তু অস্ট্রেলিয়ার ন্যাশনাল ইউনিভার্সিটির গবেষকদের মতে এই সৌরজগতে আর এলিয়েনরা বেঁচে নেই।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি