শুক্রবার,১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


ফেসবুক বিপজ্জনক না সভ্য রুচির লোকের কাছে


পূর্বাশা বিডি ২৪.কম :
২৫.০১.২০১৬

fb_3181268k

ডেস্ক রিপোর্টঃ

সামাজিক যোগাযোগ মাধ্যমে নজরদারি না করে আমাদের স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়ন ও তরুণ প্রজন্ম সভ্য রুচির মানুষ হিসেবে গড়ে উঠতে পারছে কিনা সেটার নজরদারী প্রয়োজন মলে মনে করেন বিশিষ্ট অনলাইন এক্টিভিস্ট আসিফ এন্তাজ।

সম্প্রতি বাংলাদেশে ফেসবুক কর্তৃপক্ষ জানিয়েছ, ফেসবুক ব্যবহার করে নারীর প্রতি সহিংসতা বা কোন সন্ত্রাসী তৎপরতার বিষয়ে বাংলাদেশ সরকারের যেকোন  অভিযোগে ৪৮ ঘন্টার মধ্যে সাড়া দেবে তারা। ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিমের সঙ্গে সিঙ্গাপুরে এক বৈঠকের পর এই আশ্বাস দিয়েছেন ফেসবুকের একটি প্রতিনিধি দল।

তবে লাখ লাখ ফেসবুক ব্যবহারকারীর কথাবার্তা সরকারের পক্ষে নিয়ন্ত্রণ করা সম্ভব কিনা জানতে চাইলে আসিফ এন্তাজ বলেন, ‘আমার মনে হয়না এটা আদৌ সম্ভব। কারণ, অনেক উন্নত দেশেই এটা নিয়ন্ত্রণ করা যায় না।’

প্রযুক্তির ব্যাবহার সম্পর্কে তিনি বলেন, আমাদের মত স্বল্পন্নোত দেশের মানুষ একটা ভুল করেন। তারা এ দায়টা চাপিয়ে দেন প্রযুক্তির কাঁধে। তারা মনে করেন প্রযুক্তি আছে বলেই দেশে নারী সহিংসতা এবং সন্ত্রাসী কর্মকা- বাড়ছে। প্রযুক্তির আসলে নিজস্ব কোন ভাষা নেই। প্রযুক্তি একেবারেই নিরপেক্ষ একটা ব্যাপার। শুধু ফেসবুক কেন, মাইকের কথা ধরা যাক কেউ যদি কোন বাজে জিনিস প্রচার করতে চায় তাহলে একটা মাইক ভাড়া করে বাজে কথা প্রচার করতে পারে। দোষটা মাইকের না।

এ সমস্ত ব্যাপার এড়াতে আমাদের সরকারের উচিত তার যে প্রতিষ্ঠানগুলো আছে তার উপর নজরদারি বাড়ানো। আমাদের দেশের যে বিশ্ববিদ্যালয় , মাধ্যমিক বিদ্যালয়, প্রাথমিক বিদ্যালয় আছে সেখানে শিক্ষার মান উন্নত করা এবং সাথে সাথে এটা লক্ষ্য রাখা আমাদের দেশের তরুণ-তরুণীরা  সঠিক শিক্ষা পাচ্ছে কিনা, একটা সভ্য রুচির মানুষ হিসেবে গড়ে উঠতে পারছে কিনা। এইটা নিশ্চিত না করে ফেসবুকের পিছনে দৌড়ানোটা একদমি বোকামি। আমরা বলতে পারবনা আমাদের একেটা আদর্শ ও শক্তিশালী শিক্ষানীতি আছে। আমাদের ফেসবুক সাইড গুলার অবস্থা খুবই খারাপ।

সরকার ফেসবুকের দিকে কেন এতটা গুরুত্ব দিচ্ছে? এ প্রশ্নের জবাবে তিনি বলেন, কেউ কি দেখাতে পারবেন কোন সন্ত্রাসী কর্মকান্ড ফেসবুকের কারণে সংগঠিত হয়েছে। কিছুদিন আগে একটি নৃসংশ হত্যাকা- সংগঠিত হয়েছিল নারায়নগঞ্জে একই পরিবারের ৫ জনকে জবাই করে হত্যা করা হয়েছিল। এই ঘটনার পিছনে কি ফেসবুকের কোন হাত আছে? কখনোই না। ফেসবুক বাংলাদেশের একমাত্র সমস্যা এটা ভেবে ব্যাংকক, মালয়েশিয়া, সিংগাপুরে মিটিং করে কিছু হবে না। ফেসবুক কখনো বাংলাদেশের সমস্যা ছিল না। ফেসবুক কখনোই পৃথিবীর কারো জন্য সমস্যার কারণ হতে পারেনা।

অভিযোগ করা হয়ে থাকে যে, ফেসবুকের মত আরো যে অন্যান্য সামাজিক মাধ্যম রয়েছে সেগুলো অনেক ধরনের মতাদর্শ প্রচারের প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহার করা হচ্ছে, যেমন পশ্চিমা বিশ্ব জঙ্গিবাদের সোসিয়াল প্রচারণা নিয়ে চিন্তিত। এ প্রশ্নের জবাবে তিনি বলেন, পশ্চিমা বিশ্বের মত উন্নত দেশগুলো সমাজ গবেষনার কাজগুলো খুব সহজে করতে পারে। তারা মনিটরিং করতে পারছে কে জঙ্গিবাদের প্রচার করছে, সমাজে কি ধরনের অস্থিরতা আছে, সমাজে কোন বয়সের মধ্যে কি ধরনের অস্থিরতা রয়েছে, তারা কি বলতে চাচ্ছে উন্নত বিশের সরকার এবং নজরদারী সংস্থাগুলো সেটা মনিটরিং এর মাধ্যমে নির্ধারণ করতে পারছে।   আমাদের দেশের মত কে স্ট্যাটাস দিল তাকে ধরে নিয়ে ৫৭ ধারায় গ্রেপ্তার করা এটা খুব উদ্ভট এটা কখনো কোন সমস্যার সমাধান হতে পারেনা।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি