রবিবার,১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ


ম্যাধ্যমিক পরীক্ষায় বসছে ১৬ লাখ শিক্ষার্থী


পূর্বাশা বিডি ২৪.কম :
৩০.০১.২০১৬

IMG_2723-400x250

ডেস্ক রিপোর্টঃ

আগামী পয়লা ফেব্রুয়ারিতে শুরু হচ্ছে এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষা। এবার পরীক্ষায় ১৬ লাখ ৫১ হাজার ৫২৩ জন অংশ নেবে।

শনিবার বেলা সোয়া ১১টার দিকে সচিবালয়ে সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এই তথ্য জানান।

তিনি জানান, এবার মোট পরীক্ষার্থীর সংখ্যা ১৬ লাখ ৫১ হাজার ৫২৩ জন। এর মধ্যে এসএসসিতে ১৩ লাখ ৪ হাজার ২৭৪ জন, দাখিলে ২ লাখ ৪৮ হাজার ৮৬৫ জন এবং ভোকেশনালে ৯৮ হাজার ৩৮৪ জন পরীক্ষার্থী অংশ নেবে। সারা দেশে মোট ৩ হাজার ১৪৩টি কেন্দ্রে ২৮ হাজার ১১৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেবে।

শিক্ষামন্ত্রী আরোও বলেন, সুষ্ঠু ‍ও নকলমুক্ত পরীক্ষা গ্রহণের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

এবছর থেকে প্রথমে এমসিকিউ (গঈছ) এবং পরে সৃজনশীল বা লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। উভয় পরীক্ষার ব্যবধান ১০ মিনিট। বাংলা ২য়, ইংরেজি ১ম ও ২য় পত্র ব্যতীত সকল বিষয়ে সৃজনশীল পরীক্ষা অনুষ্ঠিত হবে। গতবছর গণিতে সৃজনশীল হয়েছিল এবছরও হবে। এবারের মোট পরীক্ষা কেন্দ্রের সংখ্যা ৩ হাজার ১’শ ৩৪ এবং শিক্ষা প্রতিষ্ঠান ২৮ হাজার ১’শ ১৯।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি