সোমবার,২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ


বিমানবন্দর চালু করতে হবে —মাসুদ পারভেজ খান ইমরান


পূর্বাশা বিডি ২৪.কম :
০১.০২.২০১৬

14
ডেস্ক রিপোর্টঃ
কুমিল্লা বিমান বন্দর চার দশক ধরে বন্ধ হয়ে আছে। এটি চালু হলে কুমিল্লায় আরও বেশি বিদেশি বিনিয়োগ আসত। বিমান বন্দর সংলগ্ন ইপিজেডে বিনিয়োগ বাড়াতে বিমান চলাচল এখন সময়ের দাবি। কুমিল্লা ইপিজেডে বিনিয়োগ বাড়লে কর্মসংস্থান হতো বিপুল মানুষের। কুমিল্লার অর্থনীতিতে যোগ হতো নতুন মাত্রা। এছাড়া বাংলাদেশের মধ্যে কুমিল্লার সবচেয়ে বেশি মানুষ প্রবাসে অবস্থান করছে। তাদের ক্ষেত্রে অভ্যন্তরীণ রুটে বিমান চলাচলে চাহিদা রয়েছে। এসব কথা বলেন কুমিল্লা চেম্বার অব কমার্সের সভাপতি ও বিসিসিআইর পরিচালক মাসুদ পারভেজ খান ইমরান। তিনি বলেন, কুমিল্লা বিসিকে রাস্তা-ঘাট ও ড্রেনেজ সমস্যার কারণে ব্যবসায়ীরা দুর্ভোগে পড়ছেন। কুমিল্লায় সম্ভাবনাময় স্থলবন্দর রয়েছে। ঢাকা-চট্টগ্রামের মধ্যে কুমিল্লা। সহজে ঢাকা কিংবা চট্টগ্রাম বন্দরে যাওয়া যায়। এখানে শিল্পখাতে প্রচুর সম্ভাবনা রয়েছে। কম মূল্যের শ্রমিক দিয়ে পণ্য উত্পাদনের সুযোগ রয়েছে। তবে সে তুলনায় শিল্পক্ষেত্রে কুমিল্লা অগ্রসর হতে পারেনি। এক্ষেত্রে বেসরকারি বিনিয়োগকারীদের আরও এগিয়ে আসতে হবে। তাদেরকে বিনিয়োগ বাড়াতে হবে।


এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি