বৃহস্পতিবার,৯ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


গৌরব ফেরাতে দরকার রাজনৈতিক সিদ্ধান্ত —ড. আলী হোসেন চৌধুরী


পূর্বাশা বিডি ২৪.কম :
০১.০২.২০১৬

ali hossain chodhory
ডেস্ক রিপোর্টারঃ
জনপদের নাম। পঞ্চম শতকে যখন ইউরোপ অন্ধকারে ডুবে ছিল, তখন এখানে শিক্ষা প্রতিষ্ঠান ছিল। কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ছিল চট্টগ্রাম, সিলেট ও কুমিল্লা অঞ্চলের আলোকবাতি। ১৯ শতকের প্রথম দিকে বাংলাদেশের মধ্যে একমাত্র কুমিল্লায় থিওসোফিক্যাল লজ নামের সংগঠন গড়ে ওঠে, যে সংগঠনে বিভিন্ন ধর্মের ভালো দিকগুলো নিয়ে আলোচনা হতো। যা সাম্প্র্রদায়িক সম্প্র্রীতি রক্ষায় ভূমিকা রেখেছিল। এসব কথা বিশিষ্ট শিক্ষাবিদ, নজরুল গবেষক ড. আলী হোসেন চৌধুরীর। তিনি বলেন, ৭০-এর দশক পর্যন্ত সকালে কুমিল্লার রাস্তায় হাঁটলে বিভিন্ন বাড়ি থেকে গানের রেওয়াজের সুর ভেসে আসতো। কুমিল্লার সন্তান ওস্তাদ আলাউদ্দিন খাঁ, শচীন দেব বর্মণ। তারা তাদের সুরে পৃথিবী মাতিয়েছেন। সে সময় কুমিল্লা শহরের বিভিন্ন মহল্লায় স্বাস্থ্য সচেতন মানুষ ব্যায়ামাগার গড়ে তুলেছিলেন। আভিজাত্য ও অর্থনৈতিক সমৃদ্ধির কারণে শহরের প্রায় প্রত্যেক বাড়িতে পুকুর ছিল, ছিল বড় দিঘি। অর্থনৈতিক সমৃদ্ধি থাকায় কুমিল্লায় বিভিন্ন ব্যাংক ছিল। ব্রিটিশ আমলে কুমিল্লায় ১১টি ব্যাংকের প্রধান শাখা ছিল। এগুলোরই শাখা ছিল নোয়াখালী, চট্টগ্রাম, ভারতের ত্রিপুরা ও পশ্চিমবঙ্গে। তিনি আরও বলেন, আত্মিক উন্নয়ন না হলে কোনো উন্নয়নই কাজে আসবে না। মানের শিক্ষকের অভাবে কুমিল্লা শিক্ষা ক্ষেত্রে পিছিয়ে যাচ্ছে। কুমিল্লায় মাধ্যমিক পর্যায়ে আরও কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান প্রয়োজন। আর বিত্তশালীরা সহযোগিতা না করলে সাংস্কৃতিক চর্চা টিকিয়ে রাখা যাবে না। সুন্দরের চর্চা অব্যাহত না রাখলে সমাজে অসুন্দরের আধিপত্য বেড়ে যাবে। এজন্য রাজনৈতিক সিদ্ধান্ত বড় ভূমিকা রাখতে পারে। গৌরব ফেরাতে এটাই দরকার।


এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি