সোমবার,২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ


‘৭ দিনের মধ্যে স্কুলগুলোকে বাড়তি ফি ফেরতের নির্দেশ’


পূর্বাশা বিডি ২৪.কম :
০৩.০২.২০১৬

ডেস্ক রিপোর্টঃ

সারাদেশে যেসব স্কুলে এসএসসি পরীক্ষার অতিরিক্ত ফি, বর্ধিত বেতন, সেশন ফি বা টিউশন ফি বাবদ অতিরিক্ত অর্থ আদায় করেছে সেই সকল প্রতিষ্ঠানকে আগামী ৭ কার্য দিবসের মধ্যে আদায়কৃত অর্থ ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

বুধবার সকালে নিজ মন্ত্রণালয়ে ডাকা এক বৈঠকে শিক্ষামন্ত্রী এ নির্দেশের কথা জানান।

তিনি জানান, এ আদেশের ব্যপ্তয় হলে আদালতের নির্দেশনা অনুযায়ী অভিযুক্ত স্কুলের পরিচালনা পরিষদ কমিটি বাতিল এবং ঐ বিদ্যালয়ের পাঠদান অনুমোদন বাতিল করা হবে।

মন্ত্রী জানান, সারা দেশের বোর্ডগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে বাড়তি ফি আদায়কারী বিদ্যালয়গুলো সনাক্তের মাধ্যমে তাদের তালিকা করে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে জমা দেওয়ার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

এ সম্পর্কে শিক্ষামন্ত্রী বলেন, যে সব বিদ্যালয় বাড়তি ফি আদায় করেছে তাদের সম্পর্কে আমাদের কাছে তথ্য আছে। ঐ সকল বিদ্যালয় যদি নির্ধারিত সময়ের মধ্যে আদায়কৃত অতিরিক্ত অর্থ ফেরত না দেয় তাহলে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যাবস্থা নেওয়া হবে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, এ প্রক্রিয়া গ্রহণের পরে আমরা বিদ্যালয়গুলোর সকল হিসেব পর্যাবেক্ষণ করা হচ্ছে। পর্যাবেক্ষণের পরে প্রতিবেদন হাতে পাওয়ার পর ব্যাবস্থামূলক সিদ্ধান্ত নিয়ে বিদ্যালয়গুলোর মাসিক ফি নির্ধারণ করবো।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি