রবিবার,১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ


শিক্ষকদের লাগাতার কর্মসূচি বিষয়ে সংবাদ সম্মেলন আজ


পূর্বাশা বিডি ২৪.কম :
০৪.০২.২০১৬

the-federation_thereport24-400x258
নিজস্ব প্রতিবেদক:

অষ্টম জাতীয় বেতন কাঠামোতে বৈষম্য নিরসনের দাবিতে ডাকা কর্মসূচির বিষয়ে আজ বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। বুধবার দুপুরে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের মহাসচিব অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল এ তথ্য জানান।

এ এস এম মাকসুদ কামাল বলেন, ‘বৃহস্পতিবার বেলা ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব মিলনায়তনে ফেডারেশনের একটি সাধারণ সভা আহ্বান করা হয়েছে। ওই সভায় দাবি-দাওয়ার অগ্রগতি পর্যবেক্ষণ করে পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে।’

অর্থমন্ত্রীর প্রতিশ্রুতি এবং বেতনবৈষম্য দূরীকরণ-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সিদ্ধান্ত অষ্টম জাতীয় বেতনস্কেল ও প্রজ্ঞাপনে প্রতিফলিত না হওয়ায় বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন গত ১১ জানুয়ারি থেকে লাগাতার কর্মবিরতি পালন করে আসছে। পরবর্তীতে দাবি পূরণে প্রধানমন্ত্রীর আশ্বাসের পরিপ্রেক্ষিতে ফেডারেশনের গত ১৯ জানুয়ারির সাধারণ সভার সিদ্ধান্তক্রমে কর্মবিরতি স্থগিত রাখা হয়।

ফেডারেশনের ডাকে সাড়া দিয়ে দেশের ৩৭টি পাবলিক বিশ্ববিদ্যালয় একযোগে এ কর্মবিরতি পালন করে। এ সময় সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা এবং সান্ধ্যকালীন কোর্স বন্ধ হয়ে যায়।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি