রবিবার,১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ


নিরাপদ সড়ক চাই বশেমুরবিপ্রবি শিক্ষার্থীদের


পূর্বাশা বিডি ২৪.কম :
০৮.০২.২০১৬

picture(1)
তন্ময় বিশ্বাস, গোপালগঞ্জঃ
অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের ন্যায় শহর থেকে অদূরে অবস্থিত গোপালগঞ্জ জেলার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় । ২০১১ সালে প্রতিষ্ঠিত এই বিশ্ববিদ্যালয় গোপালগঞ্জ শহরের অদূরে গোবরা ইউনিয়নে প্রায় ৫৫ একর জমির উপর অবস্থিত ।
বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের সামনে দিয়ে রয়েছে গোপালগঞ্জ শহর থেকে আসা একটি মহাসড়ক, যার শেষ মিলন ঘোনাপাড়ায় অবস্থিত ঢাকা -খুলনা মহাসড়কে ।
ক্যাম্পাসে হলের বাইরে অবস্থানরত শিক্ষার্থীদের এই রাস্তা অতিক্রম করতে হয় হর হামেশায়ই । এছাড়া বিশ্ববিদ্যালয়ে নিজস্ব ক্যাফেটেরিয়া বন্ধ থাকা সাপেক্ষে এই রাস্তা পার হয়ে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের সম্মুখে সোবহানে সড়কে যান ।

ক্যাম্পাসের সামনের রাস্তায় দূরপাল্লার যানবাহন থেকে শুরু করে প্রায় সমস্ত যানবাহনই চলাচল করে । তাই বাংলাদেশের নিরাপদ সড়ক নীতিমালা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের সামনের সড়কে কোন গতি কমানোর কোন সাইনবোর্ড বা স্পিড বেকার থাকা আবশ্যক । কিন্তু নেই দুটোর একটিও ।
২০১৪ সালে এ নিয়ে কয়েকজন শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে জানালেও পরবর্তীতে কোন সমাধান লক্ষ্য করা যায় নি । উল্লেখ্য বেশ কিছু দুর্ঘটনা ঘটার পর স্পিড বেকার নিয়ে নড়ে বসে শিক্ষার্থীরা ।
উল্লেখ্য, গত ১২ অক্টোবর দ্রুত গতির মাহেন্দ্রের ধাক্কায় ইংরেজী বিভাগের ছাত্র মইনুল ইসলাম গুরুতর আহত হন । এছাড়া অতিরিক্ত গতি নিয়ন্ত্রণ না করতে পারায় সেবা গ্রীনলাইনের একটি গাড়ি বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে ধাক্কা খায় ।

বিগত দুর্ঘটনা সাপেক্ষে লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী আল মামুন জানান, বিশ্ববিদ্যালয় প্রশাসন অতি সহজেই গোপালগঞ্জ পৌরসভাকে চাপ প্রয়োগ করে এই সমস্যার সমাধান করতে পারে ।
ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী রোমান খান বলেন, ক্যাম্পাসের সামনের সড়কে গতি রোধ কারী একটি সাইন বোর্ড এবং কমপক্ষে ২ টি স্পিড বেকার স্থাপন করা জরুরি ।
অন্যদিকে হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষার্থী প্রিতি কুসুমের মতামত, স্পিড বেকারের পাশাপাশি দৌড় পাল্লার বাস গুলো যাতে কুয়াডাঙ্গা রুট ব্যাবহার করে সে দিকে নজর রাখতে তিনি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে সজাগ হওয়ার আহবান জানান ।
সর্বপরি একটি নিরাপদ সড়ক বাস্তবায়ন ও ২ টি স্পিড বেকার স্থাপন করার দাবী সকলের ।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি