সোমবার,২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ


পরিবহন সংকটে বশেমুরবিপ্রবির শিক্ষার্থীরা


পূর্বাশা বিডি ২৪.কম :
০৮.০২.২০১৬

picture

 

তন্ময় বিশ্বাস ,গোপালগঞ্জ:

বিশ্ববিদ্যালয় বাসে জায়গা পাওয়াটা স্বপ্নের মতো হয়ে গেছে । দাড়ানোর জায়গাটুকু থাকে না । আমাদেরকে প্রায়ই লোকাল বাসে যাতায়াত করতে হয় । এরকম কথা বলছিলেন গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি) এর ইংরেজি বিভাগের ছাত্রী মিতু । মিতু গোপালগঞ্জ শহরের চৌরঙ্গী এলাকাতে একটি ছাত্রী হোস্টেলে থাকেন । মিতুর মতো বশেমুরবিপ্রবি’র শিক্ষার্থীদের ভোগান্তির শেষ নেই । বিশেষ করে এই পরিবহন সমস্যা তাদের নিত্যদিনের সাথী ।
ব্যবস্থাপনা বিভাগের ছাত্র সীমান্ত ঘোষ বলেন, বিশ্ববিদ্যালয়ের তীব্র সমস্যাগুলোর একটি হচ্ছে পরিবহন সমস্যা । জেলার পুলিশ লাইন থেকে ছেড়ে আসতে আসতে বাসগুলোতে আর জায়গা থাকে না । যদিও কখনো উঠার সুযোগ পাই তো বসার জায়গা পাই না । তাই লোকাল বাসই নিরাপদে আমাদের যাতায়াতের মাধ্যম ।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি) ৭টি অনুষদের অধীনে ২০টি বিভাগের প্রায় ৩ হাজার শিক্ষার্থী রয়েছেন । শিক্ষার্থীদের যাতায়াতের জন্য বিশ্ববিদ্যালয় পরিবহন পুলে ৪ টি বাস রয়েছে । যার মধ্যে ৩ টি ব্যাবহৃত হচ্ছে শিক্ষার্থীদের জন্য । বাসগুলো নিয়মিত ২টি রুটে যাতায়াত করে । বাকী বাসটি রয়েছে শিক্ষকদের ব্যবহারের জন্য । বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তিনটি আবাসিক হল রয়েছে ।
তাই আবাসিক সঙ্কট থাকার কারণে অধিকাংশ শিক্ষার্থী শহরের বিভিন্ন মেসে থাকছেন । কম খরচে ক্যাম্পাসে যাতায়াতে তাদেরকে বিশ্ববিদ্যালয়ের বাসের উপর নির্ভর করতে হয় । কিন্তু বাস সঙ্কটের কারণে ভোগান্তির শেষ নেই ছাত্রছাত্রীদের ।
বাসে জায়গা সংকটের জন্যে প্রতিনিয়তই শিক্ষার্থীদের জীবনের ঝুঁকি নিয়ে ঝুলে ঝুলে ক্লাসে যাওয়া আসা করতে হচ্ছে । এতে ছাত্রীদের ভোগান্তি ছাত্রদের তুলনায় কয়েকগুন বেশি । বাসের মধ্যে গাদাগাদি করে যাতায়াত ছাত্রীদের জন্য অস্বস্তিকর পরিস্থিতিতে ফেলে দেয় ।
ভোগান্তি এড়াতে অনেকেই লোকাল বাসে ক্যাম্পাসে যাওয়া আসা করেন । কিন্তু পরিবহন বাবদ খরচ দেওয়া স্বতেও শিক্ষার্থীদের গুণতে হচ্ছে অতিরিক্ত টাকা । যা অনেকের জন্য বেশ কষ্টসাধ্য ।
সকল শিক্ষার্থীর পরিবহনের জন্য আরো বাসের প্রয়োজন । তাছাড়া নতুন শিক্ষাবর্ষে ১ হাজার ৪৩০ জন ছাত্র-ছাত্রী ভর্তি হওয়ায় বাস সঙ্কট প্রকট হয়েছে । অতি শীঘ্রই বাসের সংখ্যা না বাড়ালে পরিবহন সমস্যা আরো তীব্র আকার ধারণ করবে এটাই মূল কথা ।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি