রবিবার,১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ


স্কুল ড্রেস না পরে আসায়. . .


পূর্বাশা বিডি ২৪.কম :
১০.০২.২০১৬

788_b1

ডেস্ক রিপোর্টঃ

পাবনার চাটমোহরে স্কুল ড্রেস পরে বিদ্যালয়ে না আসায় ছাত্রীদের বেধড়ক পিটুনি দেয়া হয়েছে। উপর্যুপরি বেত্রাঘাতে আহত ছাত্রী রজনী খাতুন (১২)-কে হাসপাতালে ভর্তি করা হয়।

গত শনিবার উপজেলার বিলচলন ইউনিয়নের রামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। শিক্ষকের বেত্রাঘাতে গুরুতর অসুস্থ ওই শিক্ষার্থী দোলং গ্রামের সুরুজ আলীর কন্যা।

এ ঘটনায় ওই ছাত্রীর পিতার অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযুক্ত শিক্ষককে অনত্র বদলি করা হয়েছে বলে জানা গেছে। সূত্র জানায়, ঘটনার দিন ওই বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির প্রায় ৫০ ছাত্রী একযোগে স্কুল ড্রেস না পরেই ক্লাসে উপস্থিত হয়। এ সময় স্কুল ড্রেস পরে না আসার অজুহাতে সহকারী শিক্ষক শাহীনুল ইসলাম শাহীন তাদেরকে বেদম  বেত্রাঘাত করেন। এতে ছাত্রী রজনী খাতুন গুরুতর অসুস্থ হয়। খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় পরিবারের লোকজন বিদ্যালয়ে এসে রজনীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ঘটনায় রজনী খাতুনের পিতা সুরুজ আলী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দেন। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবু নাছের শামসুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করেন। তিনি বলেন, রোববার দুপুরে ওই শিক্ষার্থীর পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেয়েই ঘটনা তদন্তে সহকারী শিক্ষা অফিসার ফারহানা খান ও শাহীনুর আলমকে দায়িত্ব দেয়া হয়। তদন্ত প্রতিবেদনে দোষ প্রমাণিত হওয়ায় ওই শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তাকে অন্যত্র বদলি করা হয়েছে। চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. সজীবুর রহমান বলেন, রজনীর শরীরে ব্যথা রয়েছে। তবে এখন সে আশঙ্কা মুক্ত। এ ব্যাপারে অভিযুক্ত শিক্ষক শাহীনুল ইসলাম শাহীনের মুঠোফোনে যোগাযোগ করে তাকে পাওয়া যায়নি।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি