রবিবার,১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ


নিম্নমানের ছাপা, কাগজ, বাঁধাই আর ভুলে ভরা প্রাথমিকের বই


পূর্বাশা বিডি ২৪.কম :
১১.০২.২০১৬

book
ডেস্ক রিপোর্টঃ

পাঠ্যবইয়ে ভুলের কারণে বিপাকে পড়েছে সারা দেশের শিক্ষার্থীরা। সময়মতো বই পেলেও এর মান নিয়ে উঠেছে প্রশ্ন। প্রাথমিকের বইয়ে নিম্নমানের কাগজ ব্যবহার করায় অনেক ক্ষেত্রে ছাপা অস্পষ্ট বাঁধাইও হয়েছে দায়সারাভাবে।

চতুর্থ শ্রেণীর বাংলা বই-এর প্রথম দিকের কয়েক পাতা উল্টানো, আবার কিছু পৃষ্ঠা ছাপা হয়েছে দুবার করে। তৃতীয় শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা বইয়ের একাংশে ছাপানো হয়েছে সমাজ বইয়ের কিছু অংশ। এতে শিক্ষার্থীর পাশাপাশি বিপাকে পড়ছেন শিক্ষকও।

নওগাঁর ১১টি উপজেলার বিভিন্ন স্কুলে ১০ লাখ ১০ হাজার বই বিতরণ করা হয়েছে। এসব বইয়ের কাগজের পাশাপাশি ছাপা ও বাঁধাই নিম্নমানের বলে রয়েছে অভিযোগ। কোন কোন বইয়ে নেই বেশ কিছু অধ্যায়।

লক্ষ্মীপুরে বেশিরভাগ বইয়ে এক পৃষ্ঠার সঙ্গে মিল নেই পরের পৃষ্ঠার। এমনকি বইয়ের মাঝখানে নেই নির্ধারিত অনেক পৃষ্ঠা। ছাপার মান ও বাঁধাই নিয়েও আছে বিস্তর অভিযোগ। এসব বিষয় জানানো হয়েছে সংশ্লিষ্ট কর্মকর্তাদের।

একই অবস্থা মেহেরপুর, মৌলভীবাজার, নড়াইল, ঝিনাইদহ, জামালপুরসহ দেশের সব জেলাতেই। এ বছর প্রাথমিক, মাধ্যমিক, ইবতেদায়ি ও দাখিল স্তরে প্রায় ৩৩ কোটি ৩৮ লাখ বই শিক্ষার্থীদের কাছে বিনামূল্যে সরবরাহ করেছে সরকার।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি