শুক্রবার,৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ


‘বাংলাদেশের মানুষের গড় আয় ১৩১৬ মার্কিন ডলার’


পূর্বাশা বিডি ২৪.কম :
১১.০২.২০১৬

hasina1-400x244
ডেস্ক রিপোর্টঃ

এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। যার কারণেই আজ বাংলাদেশের মাথাপিছু গড় আয় ১৩১৬ মার্কিন ডলারে এসে দাঁড়িয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার সকালে আনসার ও গ্রাম প্রতিরক্ষা একাডেমিতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) ৩৬তম জাতীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, আমাদের সরকার সামগ্রিক উন্নয়ন বান্ধব সরকার। আমাদের লক্ষ্য দেশের উন্নয়ন করা। সে উন্নয়নের লক্ষ্যকে সামনে নিয়ে আমরা অর্থনৈতিক নীতি মালা বাস্তবায়ন করে যাচ্ছি। যার ফলে আজকে বাংলাদেশের প্রতিটি মানুষের মাথা পিছু আয় দাঁড়িয়েছে ১৩৪৫ মার্কিন ডলারে।

আনসার বাহিনী সম্পর্কে বলতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, বাঙালির স্বাধীনতা অর্জনে আনসার বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা অর্জন করেছেন। আনসারের ৬৭০ জন মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন। তারা মুক্তিকামী জনগণের মধ্যে ৪০ হাজার অস্ত্র বিতরণ করে। এ বাহিনীর ২০ জন বীর সদস্য বাংলাদেশের প্রথম সরকার মুজিবনগর সরকারের শপথের দিনে গার্ড অব অনার দিয়েছিল। আমরা তাদের গভীর শ্রদ্ধাভরে স্মরণ করি।

আনসার ও গ্রাম প্রতিরক্ষা একাডেমিতে আয়োজিত জাতীয় সমাবেশ উপলক্ষে কুচকাওয়াজে সালাম গ্রহণ করছেন প্রধানমন্ত্রী। এ উপলক্ষে পুরো একাডেমিকে বর্ণিল সাজে সুসজ্জিত করা হয়েছে।

সারা দেশে ১৮ হাজার ব্যাটালিয়ন আনসার, তিন লাখ অঙ্গীভূত আনসার ও ৫৯ লাখ গ্রাম প্রতিরক্ষা দলের (ভিডিপি) সদস্য রয়েছে। এই তিন লাখ অঙ্গীভূত আনসার থেকে ৪৫ হাজার আনসার সরকারিভাবে নিয়োগপ্রাপ্ত। বাকিরা সরকারি প্রয়োজনে নিরাপত্তা বাহিনীর সদস্য হিসেবে কাজ করে থাকেন।

এবারের কুচকাওয়াজে ছয় শতাধিক আনসার-ভিডিপি অংশ নেবেন। এ ছাড়া দরবারসহ বিভিন্ন পর্বে আড়াই হাজার আনসার-ভিডিপি সদস্য যোগ দেবেন।

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তাব্যবস্থা।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি