শুক্রবার,৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ


বাংলাদেশ থেকে শ্রমিক আমদানি নিয়ে মালয়েশিয়ায় তীব্র বিতর্ক


পূর্বাশা বিডি ২৪.কম :
১৭.০২.২০১৬

Bangladesh-Malysia-G2G-400x352
ডেস্ক রিপোর্টঃ

মালয়েশিয়ায় অতিথি শ্রমিকের উপর নির্ভরশীলতা সহসাই শেষ হচ্ছে না। বাংলাদেশ থেকে সরকারিভাবে অতিথি শ্রমিকদের দেশে আনার চুক্তি করা হয়েছে তা সন্দেহজনক। ইন্দোনেশিয়ার সঙ্গে মালয়েশিয়ার সরকারিভাবে চুক্তি হওয়া সত্ত্বেও এই সংকট তৈরি হয়েছে।

এই সমস্যার সমাধান না করে পুত্রজায়া নতুন করে শ্রমিক সংকট কাঁটাতে বাংলাদেশ থেকে শ্রমিক আনার সিদ্ধান্ত নিয়েছে। এরই পরিপ্রেক্ষিতে পুত্রজায়া শ্রমিক সংকট উত্তরণের জন্য বাংলাদেশ থেকে তিন বছরে ১৫ লাখ শ্রমিক আনার চুক্তি করেছে।

এই জিটুজি চুক্তিতে রেজিষ্ট্রেশন ও নিয়ন্ত্রণের পদ্ধতি নিশ্চিত করা হয়েছে। এর ফলে সীমান্ত দিয়ে অবৈধ ও অনৈতিকভাবে দেশে প্রবেশ করার প্রবণতা হ্রাস পাবে। এটি নিশ্চিত করার জন্য একটি শর্ত হচ্ছে মৌলিক ও সর্বনি¤œ যোগ্যতা হিসেবে কমপক্ষে পড়তে ও লেখতে জানতে হবে। সরকারি বিবরণে বলা হয়েছে তারা থ্রি ডি (ডার্টি, ডেঞ্জারাস ও ডিফিকাল্ট) এই কাজগুলো করবে।

সিজিল পিলাজারান মালয়েশিয়া (এসপিএম) জানায়, ব্যক্তিগত দক্ষতা না থাকার জন্য ২০১৪ সালে সিঙ্গাপুরে এক অনাকাঙ্খিত ঘটনা ঘটেছিল। এই পরিস্থিতি পরিহারের জন্যই ব্যবস্থা নেওয়া হয়েছে। তাদের জনাকীর্ণ পরিবেশে থাকার কথা বলা হয়েছে। এছাড়া তাদের সুস্বাস্থ্য ও সুস্থ মনের অধিকারী হতে হবে।

সম্প্রতি শ্রমিকের আহ্বানে উৎপাদন কোম্পানি ও সরকারের মধ্যে মতবিরোধ দেখা দিয়েছে। ফেডারেশন অব মালয়েশিয়ান ম্যানুফ্যাকচারার জানিয়েছে ১৫ লাখ নতুন শ্রমিক প্রয়োজন নেই। তবে দেশে শ্রমিকের চাহিদা রয়েছে বলে জানিয়েছেন মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী।

সবকিছু বিচার বিবেচনা করে দেখা গেল সেখানে শ্রমিকের প্রয়োজন নেই। তার পরেও কেন শ্রমিক আনার কথা বলা হচ্ছে। এখন বলা হচ্ছে পাবলিক খাতে শ্রমিকের প্রয়োজন নেই তবে প্রাইভেট খাতের জন্য তাদের প্রয়োজন। বর্তমানে মালয়েশিয়ায় ২০ লাখ অতিথি শ্রমিক রয়েছে। ছোট দেশ হিসেবে এই সংখ্যা মালয়েশিয়ার জন্য যথেষ্ট। স্বরাষ্ট্রমন্ত্রীর এই আহবান সফল হবে যদি স্থানীয়রা থ্রি ডি কাজ না করে। মালয়েশিয়ার নাগরিকরা কি তার চ্যালেঞ্জ গ্রহণ করবে?

বাংলাদেশ থেকে ১৫ লাখ নতুন শ্রমিক আনার বিষয়টি নিয়ে মালয়েশিয়ায় হইচই শুরু হয়। আবাদি কাজে বিদেশি শ্রমিকদের যুক্ত করার কথা বলা হয়েছে। ময়লা-আবর্জনা পরিষ্কার করা ও রেষ্টুরেন্টের কর্মী হিসেবে কাজ করবে এই শ্রমিকরা। এই কাজগুলোকে নিকৃষ্ট কাজ হিসেবে গণ্য করে মালয়েশিয়ার স্থানীয়দের দূরে সরিয়ে দেওয়া হয়েছে। যদি কেউ এই কাজ করতে চায় তাকে কিভাবে এ কাজে নিয়োগের ব্যবস্থা করা হবে?



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি