শনিবার,৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ


মস্কোয় পোস্টার, ‘ওবামা যত মানুষ মারে তার চেয়েও বেশি মানুষ মারা যায় ধূমপানে’


পূর্বাশা বিডি ২৪.কম :
১৮.০২.২০১৬

Mujta-Smoking-and-Obama-400x240
ডেস্ক রিপোর্টঃ

মস্কোয় একটি পোস্টারে লেখা হয়েছে, ‘ওবামা যত মানুষ মারে তার চেয়েও বেশি মানুষ মারা যায় ধূমপানে’। সামাজিক মাধ্যমে এটি ভাইরালে পরিণত হয়েছে। এটি হলো মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে একজন গণহত্যাকারী হিসাবে চিত্রিত করার বিভিন্ন প্রচেষ্টার সর্বশেষ উদ্যোগ।
রাশিয়ার পার্লামেন্টের একমাত্র উদারপন্থী বিরোধী দলীয় এমপি দিমিত্রি গুডকভ গত মঙ্গলবার ওই বিরাট পোস্টারের একটি ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করেন। মস্কোর তৃতীয় রিং রোডের একটি বাস স্টপে কাচ ও ধাতুর তৈরি ফ্রেমে পোস্টারটি লাগানো ছিলো।
প্রেসিডেন্ট ওবামা একটি সিগারেটে ধূমপান করছেন এমন ছবি দিয়ে বিজ্ঞাপনচিত্রে লেখা হয়েছে, “ওবামা যদিও বিপুল সংখ্যক মানুষ মারেন কিন্তু তার চেয়েও বেশি মানুষ মারা যায় ধূমপানে।” এতে বলা হয়, “ধূমপান করবেন না, ওবামার মতো হবেন না।”
গুডকভ তার পোস্টে লিখেছেন, রাশিয়ার রাজধানীতে এধরণের একটি পোস্টারের প্রদর্শনী “বিরক্তিকর এবং বিব্রতকর।” ফেসবুকে দেয়া গুডকভের পোস্টে ১৩০০টিরও বেশি লাইক পড়ে, ইতিবাচক এবং নেতিবাচক শত শত মন্তব্য আসে এবং বিষয়টি রুশ গণমাধ্যমে ব্যাপক প্রচারণা পায়।
গুডকভ পরে দ্য গার্ডিয়ান পত্রিকাকে বলেন, “শিগগিরই তারা শিশুদেরকে বাবা ইয়াগার চেয়েও (বাবা ইয়াগা হচ্ছে রুশ রুপকথার গল্পের ডাইনি) ওবামার প্রতি ভীতসন্ত্রস্ত করে তুলবে।”
বিজ্ঞাপনচিত্রটিতে কারও নামের উল্লেখ নেই। এটা প্রকাশ করার দায়িত্বও কেউ স্বীকার করেনি। আর মস্কো নগর কর্তৃপক্ষ কোনও মন্তব্য করেনি।
অনেকেই এই পোস্টারটিকে গত সপ্তাহে সামাজিক মাধ্যমে পোস্ট করা “ওবামাকে থামাও” শিরোনামের একটি ভিডিওচিত্রের পুনরুল্লেখ হিসাবে দেখছেন। ওই ভিডিওচিত্রে দেখা যায়, বহুসংখ্যক রুশ শিক্ষার্থী মড়ার মতো একটি মেঝেতে পড়ে আছে। আর একটি দীর্ঘদেহী মেয়ের হাতে ধরা প্ল্যাকার্ডে লেখা রয়েছে, “যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট প্রতি সপ্তাহে ৮৭৫জন করে মানুষ হত্যা করেন।”
এর আগে জাতিসংঘের কাছে এক ভিডিও আবেদনে রাশিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঘোষণা করে যে, “হাজার হাজার মানুষের প্রাণহানির জন্য বিচার করতে হবে” ওবামার। এর একদিন পরেই ওবামাকে থামাও শিরোনামের ভিডিওচিত্র প্রকাশ পায়।
এসব ভিডিওর প্রতিটি অন্তত ৫০ হাজার বার করে দেখা হয়েছে। ইউ টিউবের সম্পূর্ণ নতুন অ্যাকাউন্ট থেকে এগুলো আপলোড করা হলেও একটি ভিডিওচিত্র ইউনাইটেড রাশিয়া পার্টির যুব শাখার প্রকাশনা শাখার একজন সম্পাদক পোস্ট করেছেন বলে চিহ্নিত করা গেছে।
গত জানুয়ারি মাসে একটি ব্যানারে বারাক ওবামার নির্বাচনী পোস্টারের বক্তব্যের ‘হোপ’ শব্দের বদলে লেখা হয় ‘কিলার’। এটি টাঙ্গানো ছিলো মস্কোর মার্কিন দূতাবাসের কাছের একটি ভবনে। ফেব্রুয়ারিতে একটি ভিডিওতে বলা হয়, হেগের যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে ওবামার বিচার করতে হবে।
গত ডিসেম্বরে ক্রাসনোদর অঞ্চলে কস্যাক রুশরা রাশিয়া ও পুতিনের নামে সেøাগান দেয় এবং বারাক ওবামা ও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের কূশপুত্তলিকা জ্বালিয়ে দেয়।
২০১৩ সালে ওবামা বলেছিলেন যে তিনি ছয় বছর ধরে ধূমপান করছেন না।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি