রবিবার,১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ


সরকারি বিদ্যালয় প্রধানের অনুপস্থিতে ২১ফেব্রুয়ারী পালন


পূর্বাশা বিডি ২৪.কম :
২১.০২.২০১৬

full_547072315_1450605160-400x224
ডেস্ক রিপোর্টঃ

নাগেশ্বরী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা কোহিনুর বেগম ২১ফেব্রুয়ারী বিদ্যালয়ে অনুপস্থিত থাকায় কিছু শিক্ষকসহ শিক্ষার্থীরা মহান ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানায়।

বর্তমানে প্রধান শিক্ষিকার বাসভবনটিই এখন নিয়োগ পরীক্ষা কেন্দ্র হিসেবে চলছে। জানা যায়, প্রধান শিক্ষিকা ও ডিজির প্রতিনিধি কোহিনুর বেগম রংপুরের বাসায় থেকে অনিয়মিত বিদ্যালয় করায় ২১ফেব্রুয়ারী অনুপস্থিত থাকায় ভাষা পালনে বিঘœতাসহ শিক্ষা মন্ত্রণালয়ের ২২অক্টোবরের পরিপত্র অমান্য করে হাজীপাড়া পাটহাটী সংলগ্ন তার নিজস্ব বাসায় শিক্ষক জামাত নেতা গোলাম নবী যোগসাযোসে বিভিন্ন প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে চুক্তিভিত্তিক গোপন নিয়োগ পরীক্ষা গ্রহণ করে টাকা হাতিয়ে নিচ্ছে। প্রধান শিক্ষিকার অনুপস্থিতি অবহেলায় বিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্রমান্বয়ে ঝড়ে পড়া ও শিক্ষার্থীদের এসএসসি ফরম ফিলাফে অতিরক্ত অর্থ নেয়ার অভিযোগসহ অত্র প্রতিষ্ঠান বিভিন্ন ফান্ডের টাকা আত্মসাত করে আসছে।

বিভিন্ন কোম্পানীর নিকট চুক্তিভিত্তিক বাৎসরিক অর্থ নিয়ে ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণীর শিক্ষার্থীদের নিম্নমানের ইংলিশ গ্রামার বই জোরপূর্বক নেয়ারও অভিযোগ উঠেছে। প্রধান শিক্ষিকা ও ডিজির প্রতিনিধি কোহিনুর বেগমের সঙ্গে যোগাযোগ করে তাকে পাওয়া যায়নি। উপজেলা নির্বাহী অফিসার আবু হায়াত মোঃ রহমতুল্লাহ বলেন, বিধি মোতাবেক ব্যবস্থা নেয়া হবে। জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ভবো শঙ্কর বর্মা বলেন, বিষয়টি খতিয়ে দেখে যথাযথ ব্যবস্থা নেয়া হবে। রংপুর মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক মোস্তাক হাবিব বলেন, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি