সোমবার,২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ


আজ থেকে আমরণ অনশনে যাচ্ছেন নিয়োগপ্রাপ্ত শিক্ষকরা


পূর্বাশা বিডি ২৪.কম :
২২.০২.২০১৬

teacher1-400x262

ডেস্ক রিপোর্টঃ

এমপিওভুক্ত বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগপ্রাপ্ত শিক্ষকরা জাতীয় প্রেসক্লাবের সামনে আজ সোমবার থেকে আমরণ অনশন করতে পারেন। শিক্ষা মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপন ও পরবর্তী সময়ে আরোপিত বিভিন্ন শর্ত বাতিল করে এমপিওভুক্তির দাবিতে বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের সৃষ্টপদে নিয়োগপ্রাপ্ত শিক্ষকরা আজ সোমবার থেকে আমরণ অনশন করার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।

গত ৬ ফেব্রুয়ারি জাতীয় প্রেসক্লাবে বেতন-ভাতার দাবিতে সংবাদ সম্মেলন করে ১৪ থেকে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত ক্লাস বর্জন কর্মসূচি পালন করেন সৃষ্টপদে নিয়োগপ্রাপ্ত শিক্ষকরা। এসময়ের মধ্যে শিক্ষা মন্ত্রণালয় কোনো সিদ্ধান্ত না নেওয়ায় তারা ২২ ফেব্রুয়ারি থেকে শান্তিপূর্ণ আমরণ অনশনে যাচ্ছেন।

দাবি আদায় না হওয়া পর্যন্ত শিক্ষকরা এ কর্মসূচি চালিয়ে যাবেন বলে জানান সংগঠনের সভাপতি প্রদীপ চন্দ্র রায়  ও প্রচার সম্পাদক মো. এনামুল হক। তারা বলেন, এমপিও না দেওয়া পর্যন্ত আমাদের অনশন অব্যাহত থাকবে। সৃষ্টপদের নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের এমপিও’র ব্যবস্থা করতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন তারা।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি