রবিবার,১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ


জগন্নাথ হলের ছয় কক্ষ সিলগালা


পূর্বাশা বিডি ২৪.কম :
২৩.০২.২০১৬

Jogonnt-Hall-400x248
ডেস্ক রিপোর্ট:

ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের গোবিন্দ চন্দ্র দেব ভবনে কক্ষ দখল করে থাকা বহিরাগত ও অছাত্রদের বিরুদ্ধে অভিযান চালিয়েছে হল প্রশাসন। গতকাল সোমবার উত্তরবাড়ি হিসেবে পরিচিত একক শয্যাবিশিষ্ট কক্ষের এই ভবনের ছয়টি কক্ষ সিলগালা করা হয়েছে। এক দিনের মধ্যে হল ছেড়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ১২ জন অছাত্রকে।

হলের সব কক্ষে শিক্ষার্থীদের উদ্দেশে সতর্কীকরণ বিজ্ঞপ্তি পাঠিয়েছে হল প্রশাসন। এদিকে স্যার এ এফ রহমান হলে তিন অছাত্রকে প্রবেশে বাধা দিয়েছেন হলটির প্রাধ্যক্ষ। গতকাল হলগুলোর একক শয্যার কক্ষগুলোর ৬১ শতাংশেই থাকেন অছাত্ররা। অন্যান্য কক্ষেও রয়েছেন অনেক অছাত্র ও বহিরাগত। অন্যদিকে কক্ষে জায়গা না পেয়ে সাধারণ ছাত্ররা থাকেন ‘গণরুম’, বারান্দা, ক্যানটিন ও সিঁড়িতে।

প্রত্যক্ষদর্শী সূত্র বলেছে, গতকাল বেলা সাড়ে ১১টা থেকে ১টা পর্যন্ত জগন্নাথ হলের প্রাধ্যক্ষ অধ্যাপক অসীম সরকার হলের গোবিন্দ চন্দ্র দেব ভবন পরিদর্শন করেন। এ সময় তিনি এই ভবনের ২৪ নম্বর কক্ষসহ ছয়টি কক্ষ সিলগালা করে দেন। ২৪ নম্বর কক্ষে ঢাকা কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সাকিব হাসান ওরফে সুইম ও তাঁর এক কর্মী থাকতেন। সিলগালা করা অন্য কক্ষগুলো হলো ৭, ৫৯, ৭৮, ৮৩ ও ১০৮। গোবিন্দ চন্দ্র দেব ভবনের ১৬০টি একক শয্যার কক্ষের মাত্র ১২টিতে ছাত্র রয়েছেন। বাকি সব কটি কক্ষেই রয়েছেন অছাত্র। কিছু কিছু কক্ষে থাকেন বহিরাগত ব্যক্তিরাও।

হলের প্রাধ্যক্ষ গতকাল বলেন, পরিদর্শনকালে এসব কক্ষের দুটিতে দুজন বহিরাগতকে পাওয়া গেছে। এঁদের একজন ঢাকায় আত্মীয়ের কাছে চিকিৎসা নিতে এসেছেন। অপরজন অন্য হলের ছাত্র হতে পারেন। তাঁকে ধরে কর্মচারীদের কাছে দেওয়ার পর তিনি দৌড়ে পালিয়ে যান। বাকি কক্ষগুলোতে যাঁরা ছিলেন, তাঁরা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র।
অধ্যাপক অসীম সরকার বলেন, এ ছাড়া আরও ১০-১২ জনকে হল ছেড়ে দিতে এক দিনের সময় দেওয়া হয়েছে। তাঁদেরও স্নাতকোত্তর পরীক্ষা শেষ হয়েছে। ৫৮, ৬৩, ৬৯, ৮৯ ও ৭৪ নম্বরসহ কয়েকটি কক্ষে অছাত্র থাকার ব্যাপারে তিনি নিশ্চিত হয়েছেন।

জগন্নাথ হলের সব কক্ষে গতকাল পাঠানো সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘সতর্ক করা যাচ্ছে যে, হলের আবাসিক ভবনগুলোতে কোনো বহিরাগত এবং মাস্টার্স পরীক্ষা সম্পন্ন করেছে এমন ছাত্র অবস্থান করতে পারবে না। বিনা অনুমতিতে হলের অভ্যন্তরে কোনো বহিরাগত প্রবেশ করতে পারবে না। পূর্বানুমতি ব্যতীত কোনো সংগঠন হলের অভ্যন্তরে সভা-সমাবেশ করতে পারবে না। কোনো বহিরাগত এবং মাস্টার্স পরীক্ষা সম্পন্ন করেছে এমন ছাত্র হলে অবস্থান করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে’।

বিজ্ঞপ্তির শেষ পর্যায়ে মোটা অক্ষরে লেখা, ‘কোনো কক্ষে বহিরাগত অবস্থান করলে ওই কক্ষ বন্ধ করে দেওয়া হবে। বহিরাগতকে আশ্রয়দানকারীর বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। এ ক্ষেত্রে কোনো প্রকার অনাকাক্সিক্ষত ঘটনা ঘটলে কর্তৃপক্ষ দায়ী থাকবে না’। হলের প্রাধ্যক্ষ বলেন, যেকোনো সময় কাউকে কিছু না জানিয়ে হলে তল্লাশি চালানো হবে। কোনো বহিরাগত থাকলে তাঁর বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে দুপুরে স্যার এ এফ রহমান হলে প্রবেশের সময় তিন অছাত্রের পথরোধ করেন হলের প্রাধ্যক্ষ অধ্যাপক আফতাব উদ্দিন। এ সময় দুজন দৌড়ে পালিয়ে যান। অপরজনকে ধরে কর্মচারীদের কাছে দেওয়ার পর তিনিও পালিয়ে যান। প্রাধ্যক্ষ ঘটনাটি নিশ্চিত করে বলেন, শিগগিরই হলে বহিরাগতদের বিরুদ্ধে তল্লাশি চালানো হবে। প্রতিবেদন অনুযায়ী, ১০৪ কক্ষের এই হলের ৯৪টি কক্ষে ছড়িয়ে-ছিটিয়ে আছেন ৪৯ জন বহিরাগত ও ১৮৬ জন অছাত্র।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি