শুক্রবার,১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » অর্থনীতি » ‘নির্যাতিত নারীর’ তৈরি পোশাক আমদানি নিষিদ্ধ বিলে ওবামার স্বাক্ষর


‘নির্যাতিত নারীর’ তৈরি পোশাক আমদানি নিষিদ্ধ বিলে ওবামার স্বাক্ষর


পূর্বাশা বিডি ২৪.কম :
২৫.০২.২০১৬

SLave-work-400x281

ডেস্ক রিপোর্টঃ

জোরপূর্বক শ্রমে উৎপাদিত পণ্যসামগ্রী যুক্তরাষ্ট্রে আমদানি নিষিদ্ধ করতে বুধবার একটি বিলে সই করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।

দক্ষিণ এশিয়ায় দাসদের ধরা মাছ, অফ্রিকায় শিশুদের উত্তোলিত স্বর্ণ ও বাংলাদেশের কোনো কোনো গার্মেন্টস’এ (অভিযোগ অনুযায়ী) ‘নির্যাতিত নারীদের’ সেলাই করা পোশাক আমদানি নিষিদ্ধ করতেই মূলত এ বিলটি চূড়ান্ত করা হলো। এর আগে মার্কিন পার্লামেন্টের উভয় কক্ষে বিলটি সর্বসম্মতক্রমে পাস হয়। – এপি ও এবিসি নিউজ।

যুক্তরাষ্ট্রে জোরপূর্বক ও শিশুদের উৎপাদিত পণ্যসামগ্রী আমদানি ঠেকাতে একটি শুল্ক আইন রয়েছে। কিন্তু দীর্ঘ ৮৫ বছরে মাত্র তা কয়েকবার ব্যবহৃত হয়েছে এ আইন। তাই আইনের ফাঁক-ফোকর বন্ধ করতেই এ বিলটি চূড়ান্তভাবে পাস করা হলো।

গত বছর অ্যাসোসিয়েট প্রেস (এপির) প্রকাশিত প্রতিবেদনের প্রেক্ষিতে মূলত এ বিলটি সামনে আনা হয়। এ প্রতিবেদনে বলা হয়, কিছু থাই কোম্পানি দাসদের দিয়ে ধরা সামুদ্রিক খাদ্য (মাছ) যুক্তরাষ্ট্রে রপ্তানি করছে। এ প্রতিবেদন প্রকাশের পরে ২০০০ আটকে পড়া জেলেদের উদ্ধার করা হয়। এ ঘটনায় এক ডজন পাচারকারীকে আটক করা হয় এবং মিলিয়ন ডলারের সামুদ্রিক খাদ্য ও জাহাজ জব্দ করা হয়।

এখন পর্যন্ত জোরপূর্বক ও শিশু শ্রমে উৎপাদিত পণ্য সামগ্রী আমদানি বন্ধ করতে যুক্তরাষ্ট্রের শুল্ক আইন অকার্যকর রয়ে গেছে। দুটি শব্দের কারণে। তা হলো- ‘কনজাম্পটিভ ডিমান্ড’। অর্থাৎ যদি যুক্তরাষ্ট্রে পর্যাপ্ত সরবরাহ না থাকে তাহলে অস্থায়ীভাবে চাহিদা পূরণের জন্য এ ধরনের পণ্য আমদানি করা যাবে।

সেন শ্যারোড ব্রাউন ডি-ওহিও আইনের এ ত্রুটি দূর করার জন্য সংশোধনীর প্রস্তাব করেন। বুধবার তিনি বলেন, তার অফিস ইতোমধ্যে মার্কিন কাস্টম ও বর্ডার প্রোটেকশনকে এ নতুন আইন কার্যকর করার অনুরোধ জানিয়েছে। আগামি ১৫ দিনের মধ্যে তা কার্যকর করা হবে বলে জানান তিনি।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি