সোমবার,২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ


এসএসসি বিভ্রান্তি, বিএড থাকলেও বসা যাবে না পরীক্ষায়


পূর্বাশা বিডি ২৪.কম :
২৭.০২.২০১৬

SSC-HSC-exams-400x243
ডেস্ক রিপোর্টঃ

পরীক্ষার জন্য আগেই নোটিস জারি করে স্কুল সার্ভিস কমিশন জানিয়েছে বিভিন্ন বিষয়ে মোট ১৮ হাজার ২০৩ জন শিক্ষক-শিক্ষিকা নিয়োগ করা হবে। আবেদন করা যাবে শুধুমাত্র অনলাইনে। এই প্রথম স্টেট লেভেল সিলেকশন টেস্টের (এসএলএসটি)মাধ্যমে প্রার্থী বাছাই। বলা হয়, নতুন নিয়মে আবেদনকারীদের বিএড থাকা বাধ্যতামূলক।

পশ্চিমবঙ্গের সরকারি সাহায্যপ্রাপ্ত মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্কুলগুলিতে নবম থেকে দ্বাদশ শ্রেণির জন্য শিক্ষক-শিক্ষিকা নিয়োগ করা হবে বিভিন্ন বিষয়ের জন্য। প্রার্থী বাছাই করবে ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন। লিখিত পরীক্ষার তারিখ ঘোষণা হলেও অনলাইন আবেদন শুরু হয়ে গিয়েছে।
কিন্তু তৈরি হয়েছে নতুন প্রশ্ন। এনসিটিই-এর নির্দেশিকা অনুসারে যে পদ্ধতিতে নিয়োগ হয় তার সঙ্গে রাজ্যের পদ্ধতি মিলছে না। এদিকে রাজ্যে দু’টি নিয়মকে একই সঙ্গে লাগু করা হয়েছে। আর তাতেই বিএড থাকা সত্বেও বহু প্রার্থী আবেদন করতে পারছেন না।

এনসিটিই নির্দেশিকা অনুসারে নবম-দশম শ্রেণির জন্য বাছাইয়ের ক্ষেত্র শিক্ষাগত যোগ্যতা, স্নাতক কিংবা স্নাতকোত্তর স্তরে ৫০ শতাংশ নম্বর চাই। সঙ্গে বি-এড ডিগ্রি চাই। অর্থাৎ বিএড থাকলেই হবে না, অনার্স গ্র্যাজুয়েট প্রার্থীদের পাশ ও অনার্স মিলিয়ে ৫০ শতাংশ নম্বর থাকা চাই।

কিন্তু এবার পরীক্ষা হবে এসএলএসটি-র নিয়ম মেনে। আর সেখানে স্পষ্ট নির্দেশ পাস, অনার্স মিলিয়ে নয়, শুধু অনার্স বিষয়েই ৫০ শতাংশ নম্বর থাকতে হবে। অর্থাৎ, অনলাইন ফর্ম ফিলাপের সময় অনার্স বিষয়ে প্রাপ্ত নম্বর উল্লেখ করতে হচ্ছে। আর সেটা ৫০ শতাংশ না থাকলেই আবেদন বাতিল হয়ে যাচ্ছে।

এবার প্রথম এসএলএসটি-র নিয়ম মেনে পরীক্ষা। তাই একটু ভুল হলেই বাতিল হয়ে যাবে আবেদন। আবেদনের নিয়ম বিস্তৃত জানতে ক্লিক করুন নিজের লিঙ্কে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি