শনিবার,১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


বলিউডে এ বছরের আসছে যত কমেডি সিনেমা


পূর্বাশা বিডি ২৪.কম :
২১.০৩.২০১৬

comedy

ডেস্ক রিপোর্ট ঃ

কয়েক বছর আগেও কমেডি সিনেমা মানে বলিউডের কাদের খান, জনি লিভার, গোবিন্দ, অক্ষয় কুমারের মত শক্তিশালী অভিনেতাদের মুখ ভেসে উঠত দর্শকদের সামনে। সে তা অ্যাকশন হোক, কিংবা রোমান্টিক- বলিউডের সমস্ত সিনেমায় কম বেশি হাস্যরস থাকেই। কিছু কিছু সিনেমা এত প্রাণবন্ত, যে কারণে নির্মাতারা ছবির সিক্যুয়েল নির্মাণে আগ্রহী হয়। যেমন- মাস্তি, হাউজফুল, হেরা ফেরি, ক্যায়া কুল হ্যায় হাম, তেরে বিন, লাদেন সহ বেশ কিছু সিনেমা।

এই বছরে বেশ কিছু হিন্দি কমেডি ছবি ইতিমধ্যেই মুক্তি পেয়েছে। এর মধ্যে রয়েছে বহুল আলোচিত ছবি ‘তেরে বিন লাদেন’ এর সিক্যুয়েল ‘তেরে বিন লাদেন: ডেড অর অ্যালাইভ’। অভিষেক শর্মা পরিচালিত এই ছবির অভিনয় শিল্পীরা হলেন মনীশ পাল, সিকান্দার খের, প্রধ্যুমান সিং।

গত সপ্তাহে বলিউডে মুক্তি পায় শকুন বার্তা পরিচালিত কমেডি ছবি ‘কাপুর অ্যান্ড সন্স’। ছবিটিতে অভিনয় করেছেন সিদ্ধার্থ মালহোত্রা, আলিয়া ভাট, ফাওয়াদ খান, ঋষি কাপুর।

এখন মার্চ মাস প্রায় শেষের পথে। সামনে আসছে আরও অনেকগুলো কমেডি নির্ভর সিনেমা। রয়েছে বেশ কিছু সিক্যুয়েলও। আর যত বলিউড কমেডি সিনেমা এ বছর মাতাবে দর্শক মন।

আগামী ১ এপ্রিল মুক্তি পাবে নির্মাতা আর বাল্কি পরিচালিত রোমান্টিক কমেডি ছবি ‘কি অ্যান্ড কা’। ছবিতে অভিনয় করেছেন কারিনা কাপুর খান, অর্জুন কাপুর, এবং নিজেদের ভূমিকায় অমিতাভ বচ্চন ও জয়া বচ্চন। ছবিটির পটভূমি রোমান্টিক ড্রামা হলেও এতে রয়েছে বেশ কমেডির ছোঁয়াও। ভারতীয় সমাজের একটি নববিবাহিত দম্পতির জীবনযাত্রা নিয়ে নির্মিত হয়েছে ছবিটি। ছবিতে একজন কর্পোরেট নারীর চরিত্রে অভিনয় করেছেন কারিনা। অপরদিকে অর্জুনকে একজন হাউজ হাজব্যান্ড রূপে দেখা যাবে।

আগামী মে মাসে একই দিনে মুক্তি পাবে দুটি কমেডি সিনেমা। স্বল্প বাজেটের ছবি দুটিতে নেই কোন নামকরা তারকা। আগামী ৬ মে আসছে রবার্ট মেঘা পরিচালিত কমেডি নির্ভর থ্রিলার ছবি ‘সিওডি’। মানদ্বীপ কুমার পরিচালিত ‘কাপ্তান’ ছবিটি মুক্তি পাবে একই দিনে।

সাজিদ খান পরিচালিত ‘হাউজফুল’ সিরিজের তৃতীয় পর্ব ‘হাউজফুল ৩’ মুক্তি পাবে এ বছরের জুনের তিন তারিখ। অক্ষয় কুমার, রিতেশ দেশমুখ অভিনীত ব্যাপক জনপ্রিয় এই ছবিটিতে এবার যুক্ত হতে যাচ্ছেন আরও কয়েকজন নামকরা তারকা। জ্যাকলিন ফারনান্ডেজ, বোমান ইরানীর সঙ্গে থাকছেন অভিষেক বচ্চন, নার্গিস ফাকরি, লিসা হেইডেন।

‘হ্যাপি ভাগ জায়েগি’ শিরোনামের কমেডি ছবিটি মুক্তি পাবে ১৫ জুলাই। মুদাসসার আজিজ পরিচালিত ছবিটিতে অভিনয় করেছেন অভয় দেওল, আলী ফজল, জিমি শেরগিল, ও ‘ককটেল’খ্যাত অভিনেত্রী ডায়না পেনটি।

২৯ জুলাই মুক্তি পাবে সংগীত শিভান পরিচালিত ‘ননসেন্স’ ছবিটি। এই সিনেমায় অভিনয় করেছেন শারমান জোশি, বীর দাস এবং জেরিন খান।

বহুল প্রতীক্ষিত, আলোচিত ও জনপ্রিয় সিরিজ ‘হেরা ফেরি’ ছবিটির তৃতীয় পর্বের ছবি ‘হেরা ফেরি ৩’ মুক্তি পাবে আগামী ১২ আগস্ট। ছবিতে আগের ছবিগুলোর অভিনেতা পরেশ রাওয়াল, সুনীল শেঠি থাকছেন বাবু ভাই ও শ্যাম চরিত্রে।

তবে ভক্তদের জন্য দুঃসংবাদ, এই ছবিতে থাকছেন না রাজু চরিত্রে অভিনয় করা অক্ষয় কুমার। তার পরিবর্তে একই চরিত্রে থাকছেন দুই তারকা অভিনেতা- জন আব্রাহাম এবং অভিষেক বচ্চন। তবে একই চরিত্রে কেন দুজন অভিনয় করছেন তা নির্মাতারা না জানালেও বোঝা যাচ্ছে ছবিতে থাকতে যাচ্ছে আকর্ষণীয় চমক। নীরজ ভোরা পরিচালিত এই ছবিতে নায়িকা চরিত্রে থাকছেন এষা গুপ্তা এবং নেহা শর্মা। এই ছবির মাধ্যমে রুপালি পর্দায় ফিরছেন শক্তিশালী কমেডি অভিনেতা কাদের খান।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি